শৈলকুপায় আওয়ামী লীগের ২ পক্ষে সংঘর্ষ-ভাঙচুর, আহত ৮

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুন ২০২৪, ০৯: ২২
আপডেট : ২৮ জুন ২০২৪, ১০: ০৯

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয়েছে একটি বাড়ি। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার মীনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রাতুল শেখ, হবিবর শেখ, রাব্বি ও রহিমা বেগমকে ঝিনাইদহ সদর হাসপাতালে এবং অন্য দুজনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয়রা জানান, উপজেলার আবাইপুর ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য (প্রয়াত) আব্দুল হাই সমর্থক ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম দুলালের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে আব্দুল হাইয়ের সমর্থক আবাইপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের আইন সম্পাদক হাবিবুর রহমান রিপনকে ২০২৩ সালের ১৬ অক্টোবর পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।

সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুর পর বর্তমানে রিপনের সমর্থকেরা ঝিনাইদহ-১ আসনের বর্তমান সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে সমর্থন দেয়। সেই রিপন হত্যা মামলার জামিনে থাকা আসামি (নজরুল ইসলাম দুলালের সমর্থক) জাহাঙ্গীর, সিজ্জান, আকির গতকাল বৃহস্পতিবার মীনগ্রামে নিজ বাড়িতে আসেন। রাতে তাঁরা বের হলে রিপনের সমর্থক (এমপি গ্রুপ) বিপুল, আননু ও মোতাহারের সঙ্গে দেখা হলে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে রাত ১০টার দিকে উভয় গ্রুপের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়। এ সময় একটি বাড়ি ভাঙচুর করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত