Ajker Patrika

মেয়েকে চিকিৎসক দেখাতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবা-মা নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১১: ৩৬
মেয়েকে চিকিৎসক দেখাতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবা-মা নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে স্যালো ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন ভ্যানে থাকা অপর তিনজন। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে কালীগঞ্জ শহরের ঢাকা-খুলনা মহাসড়কের মোবারকগঞ্জ চিনিকলের সামনে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন ঝিনাইদহ সদরের বিষয়খালী গ্রামের ছাবদার আলী ও তাঁর স্ত্রী পারভিন বেগম। এ ঘটনায় আহত তাঁদের মেয়ে সাথি খাতুন, ভ্যানচালক আব্দুল করিম ও অপর এক শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক ইকবাল কবির জানান, সকালে ফজরের নামাজ পড়ে ভ্যানযোগে মেয়েকে যশোরে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে ছাবদার আলী তাঁর পরিবারের সদস্যদের নিয়ে রওনা দেন। পথে পেছন থেকে আসা মাছ বোঝাই পিকআপ ভ্যান তাদের ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান পারভিন বেগম। এ সময় কালীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় তাঁর স্বামী ছাবদার আলী, মেয়ে সাথি খাতুন, নাতি ও ভ্যান চালক আব্দুল করিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে ছাবদার আলীর শারীরিক অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত