চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারী নেশাগ্রস্ত যুবকের রডের আঘাতে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাকে আটক করতে গিয়ে পুলিশের দুই কর্মকর্তা আহত হয়েছেন। আজ রোববার উপজেলার হাবিব ফকিরের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন চিতলমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. তরিকুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল ইসলাম। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আটক যুবকের নাম শাহীন শেখ। তিনি উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের চরবড়বাড়িয়া গ্রামের বাসিন্দা।
চিতলমারী থানার উপপরিদর্শক (এসআই) মো. গোলাম কিবরিয়া খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল শনিবার একই স্থানে পথচারী কৃষ্ণপদ হীরাকে লোহার রড দিয়ে জখম করে ওই যুবক। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
পুলিশ জানান, গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বড়বাড়িয়া ইউনিয়নের চরবড়বাড়িয়া গ্রামের রসিক লাল হীরার ছেলে কৃষ্ণপদ হীরা (৫০) আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় তিনি গ্রামের হাবিব ফকিরের বাড়ির সামনে আসলে ওই গ্রামের নেশাগ্রস্ত যুবক শাহীন শেখ (২৫) তাকে বিনা কারণে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।
লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আজ রোববার সকাল সাড়ে ৮টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
খবর পেয়ে থানার পুলিশ আটক করতে গেলে ওই যুবক লোহার রড় ও দা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. তরিকুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল ইসলাম গুরুতর আহত হন। তবে পুলিশ হামলাকারী যুবককে আটক করেছে।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মামুন হাসান বলেন, ‘আহত অবস্থায় দুই পুলিশ কর্মকর্তা হাসপাতালে ভর্তি হয়েছেন। ওসি তদন্তর মাথায় আটটি সেলাই লেগেছে। এসআই বাম হাতে আঘাত পেয়েছেন। তাঁরা হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা গুরুত্বে সঙ্গে তাদের চিকিৎসা সেবা প্রদান করছি।’
বাগেরহাটের চিতলমারী নেশাগ্রস্ত যুবকের রডের আঘাতে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাকে আটক করতে গিয়ে পুলিশের দুই কর্মকর্তা আহত হয়েছেন। আজ রোববার উপজেলার হাবিব ফকিরের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন চিতলমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. তরিকুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল ইসলাম। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আটক যুবকের নাম শাহীন শেখ। তিনি উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের চরবড়বাড়িয়া গ্রামের বাসিন্দা।
চিতলমারী থানার উপপরিদর্শক (এসআই) মো. গোলাম কিবরিয়া খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল শনিবার একই স্থানে পথচারী কৃষ্ণপদ হীরাকে লোহার রড দিয়ে জখম করে ওই যুবক। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
পুলিশ জানান, গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বড়বাড়িয়া ইউনিয়নের চরবড়বাড়িয়া গ্রামের রসিক লাল হীরার ছেলে কৃষ্ণপদ হীরা (৫০) আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় তিনি গ্রামের হাবিব ফকিরের বাড়ির সামনে আসলে ওই গ্রামের নেশাগ্রস্ত যুবক শাহীন শেখ (২৫) তাকে বিনা কারণে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।
লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আজ রোববার সকাল সাড়ে ৮টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
খবর পেয়ে থানার পুলিশ আটক করতে গেলে ওই যুবক লোহার রড় ও দা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. তরিকুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল ইসলাম গুরুতর আহত হন। তবে পুলিশ হামলাকারী যুবককে আটক করেছে।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মামুন হাসান বলেন, ‘আহত অবস্থায় দুই পুলিশ কর্মকর্তা হাসপাতালে ভর্তি হয়েছেন। ওসি তদন্তর মাথায় আটটি সেলাই লেগেছে। এসআই বাম হাতে আঘাত পেয়েছেন। তাঁরা হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা গুরুত্বে সঙ্গে তাদের চিকিৎসা সেবা প্রদান করছি।’
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী একটি বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। নিহতেরা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই। আজ রোববার সকাল সোয়া ৮ টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ
৪ মিনিট আগেদেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও খ্যাতি ছড়িয়েছিল অবিভক্ত ব্রিটিশ-ভারতে প্রতিষ্ঠিত শতবর্ষী যশোর ইনস্টিটিউট। একটা সময় যশোরের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া জগৎ উন্নয়নে বিশেষ অবদান রাখে মাতৃস্থানীয় এ সংগঠন।
২৪ মিনিট আগেভারত-পাকিস্তান যুদ্ধের আগে পর্যন্ত রাজশাহীর সুলতানগঞ্জ ও ভারতের মুর্শিদাবাদের ময়া পর্যন্ত পদ্মা নদীতে চালু ছিল একটি নৌ-রুট। ৫৯ বছর পর নৌ প্রটোকল চুক্তির আওতায় আবার এই নৌ-রুট চালুর উদ্যোগ নেয় বিগত সরকার।
৩৬ মিনিট আগেযশোরের বেনাপোল পৌর বাস টার্মিনাল চালু করতে বেনাপোল বন্দর আন্তর্জাতিক বাস টার্মিনাল বন্ধ করে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার এ সিদ্ধান্ত কার্যকরের পর গতকাল শনিবার সারা দেশ থেকে বেনাপোল রুটে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন ব্যবসায়ী সমিতি।
৪৩ মিনিট আগে