Ajker Patrika

শেখ হাসিনার গাড়িবহরে হামলা : আসামিপক্ষের আপিল নামঞ্জুর

প্রতিনিধি, সাতক্ষীরা
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৫২
শেখ হাসিনার গাড়িবহরে হামলা : আসামিপক্ষের আপিল নামঞ্জুর

সাতক্ষীরার কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন নিম্ন আদালতে সাজার বিরুদ্ধে আপিল নামঞ্জুর করেছেন আদালত। বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান আজ বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন।

এসব আপিল মামলা নিষ্পত্তির জন্য ইতিপূর্বে হাইকোর্টের বেঁধে দেওয়া ২৫ সেপ্টেম্বর সময়ের মধ্যেই রায় ঘোষিত হয়েছে বলে জানিয়েছেন সাতক্ষীরা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল লতিফ।

মামলার বিবরণে জানা যায়, কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দ্রুত বিচার আইনের মামলায় গত ৪ ফেব্রুয়ারি সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে দেওয়া রায়ে ৫০ জন আসামির সবাইকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। উক্ত রায়ে ক্ষুব্ধ হয়ে দায়রা জজ আদালতে ক্রিমিনাল আপিল মামলা দায়ের করে আসামিপক্ষ। এর মধ্যে আসামি গোলাম রসুল আপিল ২৫/২১, আসামি অ্যাডভোকেট আব্দুস সাত্তার আপিল ২৭/২১, আসামি অ্যাডভোকেট আব্দুস সামাদ আপিল ৩৩/২১ এবং আসামি জহুরুল ইসলাম, শাহাবুদ্দীন, রকিব ও মনিরুল ইসলাম আপিল ৪৩/২১ নম্বর মামলা দায়ের করেন। একই সঙ্গে এসব আসামি দায়রা জজ আদালতে জামিনের আবেদনও করেন। কিন্তু তাঁদের জামিন আবেদন না-মঞ্জুর হওয়ায় উক্ত আদেশের বিরুদ্ধে হাইকোর্টে জামিন আবেদন করেন। হাইকোর্ট আসামিদের জামিন না দিয়ে দায়রা জজ আদালতে তাঁদের দায়েরকৃত ক্রিমিনাল আপিল মামলা ২৫ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তি করার জন্য নির্দেশ দেন। সে অনুযায়ী উল্লেখিত চারটি আপিল মামলা সম্প্রতি দায়রা জজ আদালতে দ্রুততম সময়ের মধ্যে শুনানি সম্পন্ন হয় এবং আজ বুধবার অ্যাডভোকেট আব্দুস ছাত্তারের আপিল মামলাটি বাদে বাকি তিনটি মামলায় রায়ের জন্য দিন ধার্য করেন আদালত। এ ছাড়া অ্যাডভোকেট আব্দুস ছাত্তারের আপিল ২৭/২১ নম্বর মামলাটিতেও তৃতীয় দিনের মতো শুনানির জন্য দিন রাখা হয়েছে বলে জানিয়েছেন তাঁর নিয়োজিত আইনজীবী।

উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট কলারোয়ার একজন মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে কেন্দ্রীয় নেতা–কর্মীদের নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন সাবেক বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দুপুর ১২টার দিকে তিনি তাঁর সফরসঙ্গীদের নিয়ে কলারোয়া হয়ে যশোরের উদ্দেশে  রওনা দেন। পথিমধ্যে কলারোয়া বাজারের বিএনপি অফিসের সামনে পৌঁছালে তাঁকে প্রাণনাশের চেষ্টায় হামলা করে সন্ত্রাসীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত