Ajker Patrika

চৌগাছায় ফেনসিডিলসহ ভারতীয় যুবক গ্রেপ্তার

চৌগাছা (যশোর) প্রতিনিধি
চৌগাছায় ফেনসিডিলসহ ভারতীয় যুবক গ্রেপ্তার

যশোরের চৌগাছায় ফেনসিডিলসহ দীপঙ্কর সাঁতরা নামে এক ভারতীয় যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। আটক যুবক ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার মশ্যামপুর এলাকার বাসিন্দা। 

এ ঘটনায় উপজেলার পাঁচপীরতলা বিওপির হাবিলদার জয়নাল আবেদীন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অবৈধ অনুপ্রবেশ আইনে একটি মামলা দায়ের করেছেন। 

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যায় মামলা নথিভুক্ত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অবৈধ অনুপ্রবেশের মামলায় দীপঙ্করকে গ্রেপ্তার দেখানো হয়েছে। কাল (বুধবার) তাকে যশোর আদালতে পাঠানো হবে। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা চৌগাছা থানাধীন কুলিয়া গ্রামের মেইন পিলারের ৪৭ থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। সকাল ৯টার দিকে ৪৭ মেইন পিলার দিয়ে বাংলাদেশের ভেতরে ধান খেতের আইল দিয়ে এক ব্যক্তি বস্তা কাঁধে নিয়ে আসছে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। 

এ সময় ওই যুবক দৌড়ে পালাবার চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটকের পর তার কাছে থাকা বস্তা থেকে ১০০ এমএল ওজনের ৯৯ বোতল ফেনসিডিল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট, ভারতীয় একটি এয়ারটেল মোবাইল সিম, ভারতীয় নির্বাচন কমিশন ও নির্বাচকের সচিত্র পরিচয়পত্র উদ্ধার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত