Ajker Patrika

যশোরে নির্বাচনী সহিংসতায় আহত কর্মীর হাসপাতালে মৃত্যু

যশোর প্রতিনিধি
আপডেট : ০৭ জুন ২০২৪, ১১: ১৫
যশোরে নির্বাচনী সহিংসতায় আহত কর্মীর হাসপাতালে মৃত্যু

যশোর সদরে উপজেলা নির্বাচনী সহিংসতায় চেয়ারম্যান পদপ্রার্থীর আহত কর্মী সাকিব হোসেন (১৮) চিকিৎসাধীন অবস্থান মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত সাকিব সদর উপজেলার চাঁচড়া মধ্যপাড়া এলাকার মজনু মিয়ার ছেলে।

গত ৫ জুন অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে দোয়াত-কলম প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন বিপুলের কর্মী ছিলেন সাকিব হোসেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে আজ শুক্রবার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

নিহত সাকিবের মামা শহিদ রহমান বলেন, গত বুধবার সন্ধ্যায় চাঁচড়ায় বিজয়ী চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদুল চাকলাদার ফন্টুর কর্মী-সমর্থকেরা বিজয় মিছিল বের করেন। এ সময় দোয়াত-কলমের পাঁচ-ছয়জন কর্মী তাঁদের ওপর হামলা চালান। তাতে কয়েকজন ছুরিকাঘাতে আহত হন। এ সময় স্থানীয় জনতা তাঁদের ধাওয়া করে। কিন্তু সাকিব পালাতে পারেননি। তিনি পিটুনিতে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্বজনেরা। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে ঢাকায় পাঠানো হয়।

শহিদ রহমান আরও বলেন, অ্যাম্বুলেন্সযোগে সাকিবকে ঢাকায় নেওয়া হয়। কিন্তু দালাল চক্রের খপ্পরে পড়েন তাঁর স্বজনেরা। তাদের প্ররোচনায় সাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে না নিয়ে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল বৃহস্পতিবার দুপুরে সাকিবের মৃত্যু হয়।

এদিকে সাকিবের মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষ আবারও সংঘর্ষে জড়াতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছে।

এ বিষয়ে জানতে চাইলে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, নির্বাচন নয়, পুরোনো বিরোধের কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য সাকিবের লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার এখনো কোনো অভিযোগ দেয়নি। বিষয়টি পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজারে বিমানঘাঁটিতে গুলি: যা বলছে আইএসপিআর, নিহতের মা-বাবা ও স্থানীয়রা

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

ভারতের কাছে হারে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন শোয়েব

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

মালিককে ঘরে আটকে রেখে খামারে পেট্রল ঢেলে আগুন, পুড়ল ৮ গরু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত