Ajker Patrika

শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় সাজাপ্রাপ্ত আসামি আব্দুল মালেক গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ১০ মে ২০২৩, ১৬: ৫৩
শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় সাজাপ্রাপ্ত আসামি আব্দুল মালেক গ্রেপ্তার

সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি আব্দুল মালেককে গ্রেপ্তার করেছে র‍্যাব। উপজেলার কুশখালী এলাকা থেকে গতকাল মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আব্দুল মালেক (৪৭) কলারোয়া পৌরসভার বাসিন্দা। 

আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার মেজর গালিব। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে আব্দুল মালেক ভারত থেকে কলারোয়া উপজেলার কুশখালী এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছেন। গতকাল রাতে কুশখালী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন র‍্যাব সদস্যরা। আজ বুধবার দুপুরে তাঁকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

জানা গেছে, ২০০২ সালের ৩০ আগস্ট সকাল ১০টার দিকে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা এক মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন। সেখান থেকে যশোরে ফেরার পথে বেলা ১১টা ৪০ মিনিটের দিকে কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে সড়কের ওপর একটি যাত্রীবাহী বাস রেখে তাঁর গাড়িবহরে হামলা চালান বিএনপির নেতা-কর্মীরা। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, সাংবাদিকসহ ১০ জনকে মারধর করা হয়। 

ওই মামলায় গত ১৮ এপ্রিল আব্দুল মালেকসহ ৪৪ জনকে সাত বছরের সাজা দেন সাতক্ষীরার একটি আদালত। গ্রেপ্তার এড়াতে আব্দুল মালেক অনেক দিন পলাতক ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত