স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের দুই নেতাকে কুপিয়ে জখম করল আ.লীগ নেতা 

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
Thumbnail image

সাতক্ষীরার শ্যামনগরে আওয়ামী লীগ নেতা মহিবুল্লাহর নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দুই নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বেলা ১০টার দিকে উপজেলার জয়নগর-গোবিন্দপুর সংযোগ সড়কে ঘটনাটি ঘটে। 

আল আমিন হোসেন ও আমিনুর রহমান নামের ওই দুই নেতাকে মারাত্মক আহত অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আল আমিন কাশিমাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি এবং আমিনুর ইউনিয়ন ছাত্রদলের কর্মী। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার গোবিন্দপুর গ্রামে গিয়ে স্মার্ট কার্ড নেওয়ার সময় দুই পক্ষের মধ্যে বাদানুবাদের ঘটনা ঘটে। একপর্যায়ে স্থানীয়দের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হলেও বৃহস্পতিবার ১০টার দিকে শ্যামনগর সদরে যাওয়ার সময় পথিমধ্যে তাঁদের ওপর হামলা করা হয়। এ সময় কাশিমাড়ী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহিবুল্লাহ ছাড়াও ইউনিয়ন যুবলীগ নেতা হাবিবুল্লাহসহ ১২/১৪ ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ওই দুই জনকে রক্তাক্ত করে। এ সময় তাদের উদ্ধারে এগিয়ে গেলে কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির সহসভাপতি স. ম. আক্তার ফারুকও হামলার শিকার হন। 

এ বিষয়ে জানতে চাইলে মুহিবুল্লাহ জানান, আগের দিন তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করায় কয়েকজন তাঁদের মারধর করেছেন। তবে ধারালো অস্ত্রের ব্যবহারের অভিযোগ অস্বীকার করেন তিনি। 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত