Ajker Patrika

সেপটিক ট্যাংকের ২৫ ফুট গভীরের পড়ে প্রাণে বেঁচে গেলেন রেজাউল

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ২০ মার্চ ২০২৩, ২১: ৩৯
সেপটিক ট্যাংকের ২৫ ফুট গভীরের পড়ে প্রাণে বেঁচে গেলেন রেজাউল

ঝিনাইদহ শহরে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ২৫ ফুট গভীরে পড়ে রেজাউল ইসলাম নামের এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ সোমবার বিকেল ৫টার দিকে শহরের সার্কিট হাউসসংলগ্ন চাকলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

রেজাউল ওই এলাকার মনির উদ্দি বিশ্বাসের ছেলে। 

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন আলী জানান, গভীর সেপটিক ট্যাংকে এক ব্যক্তি আটকা পড়েছেন—এমন সংবাদে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় মই ও দড়ি ব্যবহার করে দুজন ফায়ার ফাইটার গর্তে নেমে আহত ব্যক্তি রেজাউল ইসলামকে উদ্ধার করে ওপরে নিয়ে আসেন। পরে তাঁকে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। 

স্টেশন অফিসার আরও জানান, কয়েক দিন ধরেই বাড়ির সঙ্গে সেপটিক ট্যাংক নির্মাণ করছিলেন রেজাউল ইসলাম। বিকেলে কেউ না থাকায় বৃষ্টির পানি জমে যেতে পারে শঙ্কায় তিনি পলিথিন দিয়ে গর্ত ঢাকতে গিয়েছিল। এ সময় গর্তের পাড় ভেঙে নিচে পড়ে যান তিনি। 

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাহিয়া মেহেনাজ বলেন, ‘ফায়ার সার্ভিসের উদ্ধার করে আনা আহত রেজাউলের হাত, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। তাঁর চিকিৎসা চলছে, তবে তিনি শঙ্কামুক্ত না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত