সুন্দরবনে কুমিরের আক্রমণে মৌয়াল আহত

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০২৪, ২২: ১৪
আপডেট : ১৪ মে ২০২৪, ২২: ৩৫

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে কুমিরের আক্রমণে মো. কুদ্দুস গাজী (৫৭) নামে এক মৌয়াল আহত হয়েছেন। গতকাল সোমবার সহযোগীদের সহায়তায় ভুক্তভোগী এলাকায় ফিরে আসলে বিষয়টি জানাজানি হয়। এরপর তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

এর আগে গতকাল রোববার গভীর সুন্দরবনের কলাগাছিয়া নদীতে এ ঘটনা ঘটে। 

আহত মো. কুদ্দুস গাজী (৫৭) উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে। 

ভুক্তভোগী কুদ্দুস গাজী জানান, তিনি ছয় সদস্যের দল নিয়ে ২ মে মধু সংগ্রহের জন্য বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাস (অনুমতিপত্র) নিয়ে সুন্দরবনে যান। গত রোববার মধু সংগ্রহের পর তারা ছয়জন সুন্দরবনের কলাগাছিয়া নদীতে গোসল করছিলেন। একসময় পানিতে একটি কুমির তার হাত কামড়ে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। 

এ সময় নিজে শরীরে শক্তি না পেলেও পাশে থাকা সহযোগীরা দুই পা ধরে টানাটানি শুরু করে। একপর্যায়ে পানির মধ্যে কয়েক মিনিট টানাহেঁচড়ার পর কুমির তাঁকে ছেড়ে দিয়ে চলে যায়। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাকির হোসেন বলেন, ‘ভর্তির পর প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়েছে। কুমিরটি বাম হাত কামড়ে ধরায় একাধিক স্থানে ক্ষত তৈরি হয়েছে।’ 

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা হাবিবুল ইসলাম বলেন, সোমবার রাতে কুদ্দুস গাজী কুমিরের হামলার শিকার হওয়ার কথা জানিয়েছেন। তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে পুনরায় বন বিভাগের অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত