Ajker Patrika

তালায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 

ডুমুরিয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ২১: ২৩
তালায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 

সাতক্ষীরার তালায় যাত্রীবাহী বাস এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও একজন গুরুতর আহত হয়েছেন। খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার জাতপুর পেয়ারাতলা নামক স্থানে আজ রোববার বিকেলে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তিরা হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া গ্রামের জালাল উদ্দীনের ছেলে আব্দুর রশিদ মোড়ল (৬০) এবং শুকুর মোড়লের ছেলে মো. জিল্লুর রহমান মোড়ল (৫৮)। এ ছাড়া আহত মোজাম মোড়লের ছেলে মো. আবু তালেব (৭০) একই গ্রামের বাসিন্দা। 

এ ঘটনায় বাসটি তালার জাতপুর ক্যাম্পের পুলিশ জব্দ করেছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে ওই তিন মোটরসাইকেল আরোহী চুকনগর থেকে জাতপুরের দিকে আসছিলেন। এ সময় জাতপুর পেয়ারাতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাইকগাছা থেকে খুলনাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখে সংঘর্ষ হয়। এতে দুজনের মৃত্যু হয় এবং অপর আরোহী আহত হন। 

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু জিহাদ ফকরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত