নড়াইল বিএনপির নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ৩ 

নড়াইল প্রতিনিধি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ২১: ০৯
আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ২১: ১৮

নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলামকে (৫৪) লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে গেছেন তিনি। আজ মঙ্গলবার সদর উপজেলার কাগজীপাড়া মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতাবস্থায় মনিরুলকে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসার জন্য আনার পর দলীয় নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। নিজ দলের নেতা জড়িত সন্দেহে শহরের ভওয়াখালী উত্তরপাড়া ওই নেতার বাড়ির দিকে রওনা হন তাঁরা। পথে তাঁদের ওপরও হামলা চালায় দুর্বৃত্তরা। 

হামলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাগর শেখ (৩০), আন্নান হোসেন (৪০), মিন্টু মিয়া (৫০) ও সোহাগ হোসেনকে (২৪) আহত করা হয়। সঙ্গে থাকা লোকজন তাঁদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন। পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

এ বিষয়ে সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ আনিসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, মনিরুল ইসলাম পুরোপুরি শঙ্কামুক্ত আছেন। তবে সাগর, মিন্টু ও আন্নানের অবস্থা আশঙ্কা হওয়ায় তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে এখন বিস্তারিত কিছু বলতে পারছি না।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত