নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় নিখোঁজের চার দিন পর সিরাজুল ইসলাম ওরফে সিরাজ শেখ (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থীর বিকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে উপজেলার ইতনা ইউনিয়নের লংকারচর গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সিরাজের প্রেমিকাসহ চারজনকে থানায় নিয়েছে পুলিশ।
নিহত সিরাজ লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের চরদৌলতপুর গ্রামের ইকরাম শেখের ছেলে। সে চরদৌলতপুর সরস্বতী একাডেমি থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন। তিনি বলেন, ‘সিরাজের লাশ ময়নাতদন্তের জন্য আজ নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সিরাজের প্রেমিকা এবং প্রেমিকার বাবা, মা ও ভাইকে আটক করা হয়েছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে।’
স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, ‘সিরাজের সঙ্গে একই ইউনিয়নের এক মেয়ের সম্পর্ক গড়ে ওঠে। তাদের মধ্যে মোবাইল ফোনে যোগাযোগসহ দেখা-সাক্ষাৎ হতো। সিরাজ তিন বিষয়ে এসএসসি পরীক্ষার দেওয়ার পর গত শনিবার রাত ৮টার দিকে নিখোঁজ হয়। তাকে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে না পেয়ে লোহাগড়া থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন।
এদিকে আজ বুধবার বিকেলে ইতনা ইউনিয়নের লংকারচর গ্রামের একটি বাগানে বিকৃত লাশ দেখে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। পুলিশের উপস্থিতিতে পরিবারের সদস্যরা ওই লাশ সিরাজের বলে শনাক্ত করেন।
নিহতের স্বজনদের ধারণা, সিরাজকে কৌশলে হত্যা করে মুখমণ্ডল দাহ্য পদার্থ দিয়ে পুড়িয়ে বিকৃত করে লাশ নির্জন স্থানে ফেলে রাখা হয়।
নড়াইলের লোহাগড়ায় নিখোঁজের চার দিন পর সিরাজুল ইসলাম ওরফে সিরাজ শেখ (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থীর বিকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে উপজেলার ইতনা ইউনিয়নের লংকারচর গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সিরাজের প্রেমিকাসহ চারজনকে থানায় নিয়েছে পুলিশ।
নিহত সিরাজ লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের চরদৌলতপুর গ্রামের ইকরাম শেখের ছেলে। সে চরদৌলতপুর সরস্বতী একাডেমি থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন। তিনি বলেন, ‘সিরাজের লাশ ময়নাতদন্তের জন্য আজ নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সিরাজের প্রেমিকা এবং প্রেমিকার বাবা, মা ও ভাইকে আটক করা হয়েছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে।’
স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, ‘সিরাজের সঙ্গে একই ইউনিয়নের এক মেয়ের সম্পর্ক গড়ে ওঠে। তাদের মধ্যে মোবাইল ফোনে যোগাযোগসহ দেখা-সাক্ষাৎ হতো। সিরাজ তিন বিষয়ে এসএসসি পরীক্ষার দেওয়ার পর গত শনিবার রাত ৮টার দিকে নিখোঁজ হয়। তাকে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে না পেয়ে লোহাগড়া থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন।
এদিকে আজ বুধবার বিকেলে ইতনা ইউনিয়নের লংকারচর গ্রামের একটি বাগানে বিকৃত লাশ দেখে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। পুলিশের উপস্থিতিতে পরিবারের সদস্যরা ওই লাশ সিরাজের বলে শনাক্ত করেন।
নিহতের স্বজনদের ধারণা, সিরাজকে কৌশলে হত্যা করে মুখমণ্ডল দাহ্য পদার্থ দিয়ে পুড়িয়ে বিকৃত করে লাশ নির্জন স্থানে ফেলে রাখা হয়।
নাটোরে টিসিবির পণ্যবাহী ট্রাক বিক্রয় পয়েন্টে আসতে দেরি করায় দ্রুত পণ্য নিতে গিয়ে ভোক্তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় সবুজ নামে এক ভোক্তার হাতে আঘাতপ্রাপ্ত হন। এ ঘটনায় বিক্রি কার্যক্রম বন্ধ রাখা হয় কিছু সময়। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করলে পুনরায় পণ্য বিক্রি শুরু করা হয়।
৩ মিনিট আগেরংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় গ্রেপ্তার নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে রংপুর মেট্রোপলিটন আমলি আদালত-১ তোলা হলে আদালতের বিচারক সোয়েবুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।
৯ মিনিট আগেনোয়াখালীর চাটখিলে ফেসবুক লাইভে এসে জয় বাংলা স্লোগান দেওয়া এক যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের দারগার বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। ওই যুবলীগ কর্মীর নাম ইউসুফ দফাদার। তিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুন্দরপুরের দফাদার বাড়ির বাসিন্দা।
১৩ মিনিট আগেনিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অবস্থান ধর্মঘট পালন করেছেন উপজেলার ছোট খোঁচাবাড়ি গ্রামের সাঁওতাল পরিবারের সদস্যরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত ইউএনও কার্যালয়ে অবস্থান নেন তাঁরা।
২৫ মিনিট আগে