তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালায় চোর সন্দেহে বাড়ি থেকে ডেকে নিয়ে নবম শ্রেণির এক স্কুলছাত্রকে (১৫) হাত-পা বেঁধে মারধর ও নির্যাতন করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতে তালা উপজেলার কলাপোতা এলাকার জাকির হোসেনের মৎস্য ঘেরে এ ঘটনা ঘটে।
আহত ওই কিশোরের বাড়ি লাউতাড়া গ্রামে। সে তেরছি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। বর্তমানে সে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
ওই কিশোর ও তার স্বজনেরা আজকের পত্রিকাকে জানান, দুই দিন আগে সে এক বন্ধুর সঙ্গে পাশের জাকির বিশ্বাসের কলিনদা বিলের মৎস্য ঘেরে বেড়াতে যায়। এর দুই দিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় জাকির হোসেনের ঘের কর্মচারী সোহেলসহ কয়েকজন তাকে বাড়ি থেকে ঘুরতে যাওয়ার কথা বলে ডেকে ঘেরে নিয়ে যান। পরে ঘেরে নিয়ে এক হাজার টাকা চুরির অপবাদে হাত-পা বেঁধে মারধর করেন। এ সময় তার পিতাকে মোবাইল ফোনে কিশোরের আর্তচিৎকার শোনান তাঁরা।
শিশুর দাদা হোসেন গাজী আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘেরে গিয়ে দেখি ঘেরমালিক জাকির, কর্মচারী সোহেল, জয়দেবসহ কয়েকজন তখনো নাতিকে মারধর করছে। এ সময় আমরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি।’
স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন সরদার আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি শুনেছি। রাতের অন্ধকারে বাড়ি থেকে ডেকে নিয়ে একটি শিশুকে নির্যাতন করা, খুবই দুঃখজনক। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’
তেরছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, ‘দরিদ্র পরিবারে ছেলেটি আমার স্কুলে নবম শ্রেণিতে পড়ে। সে খুবই শান্তশিষ্ট ও ভদ্র। সে ভুল করে থাকলে তার মা-বাবাকে জানাতে পারত। এভাবে মারপিট করা মোটেও ঠিক হয়নি।’
এ বিষয়ে ঘেরমালিক জাকির হোসেন বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘ঘেরে চুরির ঘটনায় কর্মচারীরা ওই কিশোরকে সন্দেহ করে দু-একটা চড়-থাপ্পড় মারে। আমি গিয়ে তাকে উদ্ধার করে পরিবারের কাছে দেই।’
আরেক অভিযুক্ত জয়দেব বলেন, ‘ওই মৎস ঘেরের পাশেই আমার ঘের থাকায় সেখানে গিয়েছিলাম, কিন্তু আমি মারপিট ঘটনার সঙ্গে জড়িত না।’
এ বিষয়ে আজ শুক্রবার সন্ধ্যায় তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরি রেজাউল করিম আজকের পত্রিকাকে জানান, এ বিষয়ে অভিযোগ এখনো আসেনি, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাতক্ষীরার তালায় চোর সন্দেহে বাড়ি থেকে ডেকে নিয়ে নবম শ্রেণির এক স্কুলছাত্রকে (১৫) হাত-পা বেঁধে মারধর ও নির্যাতন করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতে তালা উপজেলার কলাপোতা এলাকার জাকির হোসেনের মৎস্য ঘেরে এ ঘটনা ঘটে।
আহত ওই কিশোরের বাড়ি লাউতাড়া গ্রামে। সে তেরছি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। বর্তমানে সে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
ওই কিশোর ও তার স্বজনেরা আজকের পত্রিকাকে জানান, দুই দিন আগে সে এক বন্ধুর সঙ্গে পাশের জাকির বিশ্বাসের কলিনদা বিলের মৎস্য ঘেরে বেড়াতে যায়। এর দুই দিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় জাকির হোসেনের ঘের কর্মচারী সোহেলসহ কয়েকজন তাকে বাড়ি থেকে ঘুরতে যাওয়ার কথা বলে ডেকে ঘেরে নিয়ে যান। পরে ঘেরে নিয়ে এক হাজার টাকা চুরির অপবাদে হাত-পা বেঁধে মারধর করেন। এ সময় তার পিতাকে মোবাইল ফোনে কিশোরের আর্তচিৎকার শোনান তাঁরা।
শিশুর দাদা হোসেন গাজী আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘেরে গিয়ে দেখি ঘেরমালিক জাকির, কর্মচারী সোহেল, জয়দেবসহ কয়েকজন তখনো নাতিকে মারধর করছে। এ সময় আমরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি।’
স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন সরদার আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি শুনেছি। রাতের অন্ধকারে বাড়ি থেকে ডেকে নিয়ে একটি শিশুকে নির্যাতন করা, খুবই দুঃখজনক। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’
তেরছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, ‘দরিদ্র পরিবারে ছেলেটি আমার স্কুলে নবম শ্রেণিতে পড়ে। সে খুবই শান্তশিষ্ট ও ভদ্র। সে ভুল করে থাকলে তার মা-বাবাকে জানাতে পারত। এভাবে মারপিট করা মোটেও ঠিক হয়নি।’
এ বিষয়ে ঘেরমালিক জাকির হোসেন বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘ঘেরে চুরির ঘটনায় কর্মচারীরা ওই কিশোরকে সন্দেহ করে দু-একটা চড়-থাপ্পড় মারে। আমি গিয়ে তাকে উদ্ধার করে পরিবারের কাছে দেই।’
আরেক অভিযুক্ত জয়দেব বলেন, ‘ওই মৎস ঘেরের পাশেই আমার ঘের থাকায় সেখানে গিয়েছিলাম, কিন্তু আমি মারপিট ঘটনার সঙ্গে জড়িত না।’
এ বিষয়ে আজ শুক্রবার সন্ধ্যায় তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরি রেজাউল করিম আজকের পত্রিকাকে জানান, এ বিষয়ে অভিযোগ এখনো আসেনি, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নেত্রকোনার কলমাকান্দায় মাদকের টাকার জন্য মাকে মারধর করায় শাহজাহান মিয়া (২৫) নামের এক যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাতে শাহজাহানের মা সাজেদা খাতুন ছেলেকে থানায় সোপর্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেন।
১২ মিনিট আগেঝিনাইদহ সদরের নতুন বাড়ি এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে আল আমিন (২৫) নামের এক ট্রাকচালকের নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৩ জন। আজ শনিবার সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেকুষ্টিয়ার দৌলতপুরে সাজেদুল লস্কর (৩২) নামের এক ব্যক্তির লাঠির আঘাতে তার চাচাতো ভাই আপেল লস্করের (৫০) মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি লস্কর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সাজেদুল লস্করকে আটক করেছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বিষয়টি নিশ
২ ঘণ্টা আগেময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া সুখাইজুড়ি নদী একসময় প্রবহমান ছিল। এতে এলাকার মানুষ গোসল দিত, মাছ ধরত ও হাঁস পালন করত। সেই নদী দখল করে বাঁশ ও জালের বেড়া দিয়ে ছোট ছোট ঘের তৈরি করেছেন স্থানীয় প্রভাবশালীরা।
২ ঘণ্টা আগে