ঝিনাইদহে ছাত্রলীগের ২ নেতাকে সেনাবাহিনীর হাতে দিয়েছেন শিক্ষার্থীরা

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ২০: ৪০
আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ২১: ০১

ঝিনাইদহ সদর উপজেলায় ছাত্রলীগের দুই নেতাকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবার সদর উপজেলার হলিধানী ভেটেরিনারি কলেজের সামনে এ ঘটনা ঘটে। পরে তাঁদের সদর থানা–পুলিশের কাছে সোপর্দ করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফাহিম আহমেদ সনি (২২)। তিনি জেলা ছাত্রলীগের সহসভাপতি এবং ছাত্রলীগের কর্মী মোস্তাকিম আহমেদ (২৩)। তাঁরা দুজন হলিধানী ভেটেরিনারি কলেজের শিক্ষার্থী। 
 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার দুজনকে জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। 

জানা গেছে, হলিধানী ভেটেরিনারি কলেজে একাডেমিক পরীক্ষা শেষে বেরিয়ে প্রধান ফটকে আসলে শিক্ষার্থীরা ফাহিম আহমেদ সনি ও মোস্তাকিম আহমেদকে আটকে রাখেন। পরে তাঁরা সেনাবাহিনীকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুজনকে আটক করে সদর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত