Ajker Patrika

চাঁদাবাজির অভিযোগে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩, নেপথ্যে পরকীয়া

প্রতিনিধি, ডুমুরিয়া (খুলনা)
চাঁদাবাজির অভিযোগে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩, নেপথ্যে পরকীয়া

খুলনার ডুমুরিয়ায় পরকীয়ার টানে কুয়েত প্রবাসীর স্ত্রীর ঘরে যেয়ে রীতিমতো জনতার আদালতে ফেঁসে গেলেও বিষয়টি ধামাচাপা দিতে ৫ লাখ টাকা গ্রহণ করায় দুই মেম্বরসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে থানা–পুলিশ। রোববার আন্দুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ৫ দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার আসামিদের আদালতে পাঠানো হয়। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পরকীয়ার টানে এবং দাওয়াত খাওয়ার ভান করে উপজেলার একটি গ্রামের কুয়েত প্রবাসী স্ত্রীর ঘরে ঢোকে পাশের গ্রাসের এক যুবক। রাত ৯টার দিকে আপত্তিকর অবস্থায় ওই নারী ও যবককে হাতে নাতে ধরে স্থানীয় জনগণ। এ দিকে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ওই নারীর এলাকার গাজী মনিরুজ্জামান ও আব্দুল হক আকুঞ্জীর মেম্বারের নেতৃত্বে এক সালিসী বৈঠক বসে। ওই নারীর ভবিষ্যতের জন্য ক্ষতিপূরণ হিসেবে যবকের কাছ থেকে ৫ লাখ টাকা নেওয়া হয়। রাত সাড়ে ১২টার দিকে উভয়ের অভিভাবকের কাছে তাঁদের হস্তান্তর করা হয়। এ দিকে ওই নারীর ঘরে ঢোকা যুবকের ভাই মকুল বাদী হয়ে দুই মেম্বরসহ ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩-৪ জনের নামে চাঁদাবাজির মামলা করেন। 

এ প্রসঙ্গে রঘনুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই সিকদার এনায়েত হোসেন বলেন, এই ঘটনার টাকা মামলার পলাতক আসামি মুন্না আকুঞ্জির বাড়ি থেকে উদ্ধার করা হয়। ২ লাখ টাকার একটি চেক এবং তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্প উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃত ইউপি সদস্য গাজী মনিরুজ্জামানের বাড়ি থেকে। এ ছাড়া মামলার আরও দুই আসামি ইউপি সদস্য আব্দুল হক আকুঞ্জী ও রাসেল গাজী গ্রেপ্তার করা হয়েছে। 

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান বলেন, চাঁদাবাজির মামলায় ইউপি মেম্বরসহ তিনজনকে গ্রেপ্তার করে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত