Ajker Patrika

ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর

ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর করা হয়েছে। আজ বুধবার বিকেলে কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে ভাঙচুর চালায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। 

এ সময় ‘হই হই রই রই, ছাত্রলীগ গেলি কই’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘কোটা আন্দোলনে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘ইবিয়ানরা আসছে, রাজপথ কাঁপছে’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন তাঁরা।

বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় শিক্ষার্থীরা সমবেত হন। এ সময় লাঠিসোঁটা নিয়ে সহস্রাধিক শিক্ষার্থী ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। রাজনীতিমুক্ত ক্যাম্পাসসহ সব হল খোলা রাখার দাবিতে ভিসির বাংলোর সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে আবার তাঁরা বটতলায় মিলিত হন।

এ সময় কোটা সংস্কারের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। তাঁরা বলেন, ‘আমরা অতি দ্রুত সময়ের মধ্যে হল খোলা দেখতে চাই। যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি আদায় হবে, ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব।’

এর আগে কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ ও নিহতের ঘটনায় বন্ধ ঘোষণা করা হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বুধবার জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। পাশাপাশি হল বন্ধেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত