Ajker Patrika

কবর না দিয়ে মরদেহ ঘরে রেখে মাজার বানানোর চেষ্টা, এলাকাবাসীর বাধা

ফয়সাল পারভেজ, মাগুরা
কবর না দিয়ে মরদেহ ঘরে রেখে মাজার বানানোর চেষ্টা, এলাকাবাসীর বাধা

মাগুরা সদরের কাশিনাথপুর এলাকার একটি ঘরকে ঘিরে এলাকায় দেখা দিয়েছিল উত্তেজনা। সেই ঘরে আট দিন ধরে মরদেহ রেখে মাজার বানানোর চেষ্টা চলছিল বলে জানা গেছে। মরদেহ কবর না দিয়ে ঘরের দরজা প্লাস্টার করে বন্ধ করে দেওয়া হয়েছিল। আজ সোমবার এলাকাবাসী সেই ঘরটি ভেঙে মরদেহ স্থানীয় কাশিনাথপুর গোরস্থানে কবর দিয়েছেন। 

জানা গেছে, মৃত ওই ব্যক্তির নাম তৈয়ব আলী। তিনি কিডনি সমস্যায় গত ২২ আগস্ট মারা যান। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী তাঁর মরদেহটি ঘরে রেখে পুরো দরজাটি বন্ধ করে দেওয়া হয়। তৈয়ব আলী বিয়ে করেননি। তাঁর বাবার নাম মৃত আরজু কারিকর। কোনো এক পীরের অনুসারী ছিলেন তিনি। মরদেহটি ঘর ভেঙে কবর দেওয়ার প্রক্রিয়ার মধ্যেই তাঁর ছোট ভাই হাশেম মোল্লা মানুষের ক্ষোভ দেখে পরিবার নিয়ে পালিয়ে যান। 

স্থানীয় সজল হোসেন আজকের পত্রিকাকে বলেন, গত ২২ আগস্ট তাঁর মৃত্যু হয়েছে। তাঁর জানাজায় তাঁর আত্মীয়স্বজন এবং ভক্তরা অংশ নেয়। ভক্তদের কাউকে আমরা চিনি না। জানাজা শেষে তাঁকে তাঁর বসবাসের ঘরে নিয়ে রাখা হয়। ভক্তরা ইট, বালু ও সিমেন্ট দিয়ে দরজা বন্ধ করে দেন। ওই ঘরে কোনো জানালা না থাকায় ঘরের ভেতরে কী আছে আমরা কেউ বলতে পারছি না। 

স্থানীয় কমিশনার আসিফ আল আসাদ মেলিন আজকের পত্রিকাকে জানান, মুসলিম হয়েও তাঁর কবর দেওয়া হয়নি। তাঁকে ঘরে রেখে অন্যরা ঘরের একমাত্র প্রবেশের দরজা প্লাস্টার করে বন্ধ করে দেয়। এই ঘরটিকে মাজার করতে চেষ্টা করা হয়েছিল। ঘরটিকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে নেশা দ্রব্যের আড্ডাও জমে ওঠে। এলাকাবাসীর ক্ষোভের মুখে ঘরটি ভেঙে আমরা মরদেহটি ইসলামি নিয়ম অনুসারে কবর দিয়েছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত