কাশফুলে সেজেছে প্রকৃতি, গাংনীতে ছবি তোলার হিড়িক

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১২: ০১
Thumbnail image

শরতের নীল আকাশে সাদা মেঘ যেমন মুগ্ধতা ছড়ায়, তেমন নদী-নালা, খাল,-বিলসহ বিভিন্ন জায়গায় শোভা বর্ধন করে কাশফুল। কাশফুলের অপরূপ এই শুভ্র সৌন্দর্য চোখে পড়ে মেহেরপুরের গাংনী উপজেলায়ও। আর কাশফুলের এই অসাধারণ দৃশ্য উপভোগ করত এসব জায়গায় ভিড় করছে সৌন্দর্যপিয়াসী মানুষ। মনের আনন্দে কাশফুলের সঙ্গে ছবি তুলছে তারা।

তেরাইল মাঠে ছবি তুলতে আসা মো. হাবিবুর রহমান বলেন, ‘কাশফুলের সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। বাতাসে যখন সাদা কাশফুলগুলো দোলা দেয়, তখন দেখতে সত্যিই অসাধারণ লাগে। আর এই কাশফুলের মধ্যে ছবি তুলতেও ভালো লাগে। তাই বন্ধুরা মিলে ছবি তুলতে এসেছি।’

করমদী গ্রামের মোহাম্মদ এজাজ আহমেদ নামে এক ব্যক্তি বলেন, ‘নীল আকাশে সাদা মেঘের ভেলা যেমন মনকে দোলা দেয়, তেমনি বাতাস সাদা কাশফুলকে নাড়িয়ে দেওয়ার দৃশ্যও মনকে আকৃষ্ট করে। তবে নগরায়ণের ফলে দিনে দিনে হারিয়ে যাচ্ছে এই সৌন্দর্য। প্রকৃতির এই সুন্দর বিষয়গুলো টিকিয়ে রাখা আমাদের সবার কর্তব্য।’

ডি জে এম সি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহিনুজ্জামান বলেন, কাশফুল যখন দেখি, তখন মনে হয় সৃষ্টিকর্তা কী অপরূপ সৌন্দর্য দিয়ে সৃষ্টি করছেন এই প্রকৃতিকে। রাস্তার ধারে কাশফুল যেন সেই ছোট্টবেলার কথা মনে করিয়ে দেয়। এখন উপজেলার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কাশফুল। আর এর সৌন্দর্য দেখতে ও ছবি তোলার জন্য ভিড় করছেন তরুণ-তরুণীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত