ডুমুরিয়া প্রতিনিধি
খুলনার সাতক্ষীরা মহাসড়কে বাস-মোটরসাইকেল ও ভ্যানগাড়ির ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত ও ২০ জন আহত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ডুমুরিয়ার গুটুদিয়া এলাকার পিসিএফ ফিড মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এ দুর্ঘটনায় ভ্যানযাত্রী ডুমুরিয়া সদরের গোলনা গ্রামের দিনমজুর আব্দুল খালেক গাজী (৬৫) এবং সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী গ্রামের বাসিন্দা মোটরসাইকেল আরোহী এরিস্টোফার্মা ওষুধ কোম্পানির প্রতিনিধি আলী ওসমান (৩২) ঘটনাস্থলে নিহত হন। এ ছাড়া দুর্ঘটনায় বাস ও ভ্যানের যাত্রী ডুমুরিয়া সদরের আরিফা বেগম (৩৫) ও তাঁর মেয়ে মাওয়া (৪), কাওছার আলী শেখ (৫০), আব্দুল গফুর (৬৫), অশোক রঞ্জন সরদার (৫৩), লিয়াকত বিশ্বাস (৫০), আফছানা (১৮), মিজানুর রহমান (৬৫) আশরাফ আলী শেখ (৩৩), উত্তম কুমার দাস (৩০), সালাম বিশ্বাস (৫২) ও তাসমিদ (৪৩) আহত হন।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, ডুমুরিয়া থেকে খুলনা অভিমুখে যাওয়ার সময় একটি যাত্রীবাহী ভ্যান ও একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাস রাস্তার খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে ভ্যানযাত্রী আব্দুল খালেক গাজী ও মোটরসাইকেল আরোহী আলী ওসমান নিহত হন। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।
এ বিষয়ে খর্ণিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান জানান, নিহত ব্যক্তিদের সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া বাস ও মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
খুলনার সাতক্ষীরা মহাসড়কে বাস-মোটরসাইকেল ও ভ্যানগাড়ির ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত ও ২০ জন আহত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ডুমুরিয়ার গুটুদিয়া এলাকার পিসিএফ ফিড মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এ দুর্ঘটনায় ভ্যানযাত্রী ডুমুরিয়া সদরের গোলনা গ্রামের দিনমজুর আব্দুল খালেক গাজী (৬৫) এবং সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী গ্রামের বাসিন্দা মোটরসাইকেল আরোহী এরিস্টোফার্মা ওষুধ কোম্পানির প্রতিনিধি আলী ওসমান (৩২) ঘটনাস্থলে নিহত হন। এ ছাড়া দুর্ঘটনায় বাস ও ভ্যানের যাত্রী ডুমুরিয়া সদরের আরিফা বেগম (৩৫) ও তাঁর মেয়ে মাওয়া (৪), কাওছার আলী শেখ (৫০), আব্দুল গফুর (৬৫), অশোক রঞ্জন সরদার (৫৩), লিয়াকত বিশ্বাস (৫০), আফছানা (১৮), মিজানুর রহমান (৬৫) আশরাফ আলী শেখ (৩৩), উত্তম কুমার দাস (৩০), সালাম বিশ্বাস (৫২) ও তাসমিদ (৪৩) আহত হন।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, ডুমুরিয়া থেকে খুলনা অভিমুখে যাওয়ার সময় একটি যাত্রীবাহী ভ্যান ও একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাস রাস্তার খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে ভ্যানযাত্রী আব্দুল খালেক গাজী ও মোটরসাইকেল আরোহী আলী ওসমান নিহত হন। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।
এ বিষয়ে খর্ণিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান জানান, নিহত ব্যক্তিদের সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া বাস ও মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
নগরীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ৩৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। মঙ্গলবার (৪ মার্চ) রাত ১২টা থেকে বুধবার (৫ মার্চ) রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৬ মিনিট আগেচাঁদাবাজির অভিযোগ এনে মিঠামইন উপজেলা যুবদলের সভাপতি নৌশাদ শিকদারকে মারধর করেছে শহীদ জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক টুটুল ও জিয়া প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক সজীবের নেতৃত্বে ১০-১২ জন ব্যক্তি। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে মিঠামইন উপজেলার মিঠামইন বাজারের শিকদার গেস্টহাউসের নিচে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগেখাম ছাড়া নারী দিবসের চিঠি দেওয়ায় ফরিদপুরের সালথা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলির ওপর ক্ষিপ্ত হয়েছেন জামায়াতের এক কর্মী। এমনকি ওই কর্মকর্তাকে সালথা ছেড়ে চলে যেতে বলা হয়। আজ বৃহস্পতিবার মহিলা কর্মকর্তার মোবাইল ফোনে এ কথা বলেন ওয়ালি উজ জামান নামের এক ব্যক্তি।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের রাউজানে ব্যবসায়ী মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে হত্যার ঘটনায় আরাফাত মামুন ও বিপ্লব বড়ুয়া নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে আরাফাত মামুন রাউজানে যুবদলের নেতা হিসেবে পরিচিত। বিএনপির সক্রিয় রাজনীতি করলেও তাঁর কোনো পদ-পদবি নেই।
১ ঘণ্টা আগে