কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির ১৬ নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে মামলাটি দায়ের করেন কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) লাল চাঁদ আলী।
তবে এটিকে হয়রানিমূলক মামলা বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।
মামলায় উল্লেখ করা হয়, গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া শহরের এন এস রোডে পূর্ব ঘোষিত সারা দেশব্যাপী বিএনপির বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশ শেষে কিছু উচ্ছৃঙ্খল নেতা-কর্মী দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, যানবাহন ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে রাষ্ট্রের সম্পদ ক্ষতিসাধন করার জন্য সমবেত হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা বিএনপি ও তার অঙ্গসংগঠনের ৪০ থেকে ৫০ জন নেতা-কর্মী দৌড়ে পালিয়ে যান।
এ সময় ঘটনাস্থল থেকে ১২টি অবিস্ফোরিত ককটেল, ১০টি বাঁশের লাঠি ও আটটি কাঠের বাটাম উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামিমুল ইসলাম অপু আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপি নেতারা যখন মাঠে নামছে, তখনই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে সরকার। আমাদের নেতা-কর্মীরা কোনো ধরনের অপরাধ করেনি।’
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, রাষ্ট্রের ক্ষতিসাধন করতে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মামলা করা হয়েছে। দায়ের করা মামলায় আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কুষ্টিয়ায় নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির ১৬ নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে মামলাটি দায়ের করেন কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) লাল চাঁদ আলী।
তবে এটিকে হয়রানিমূলক মামলা বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।
মামলায় উল্লেখ করা হয়, গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া শহরের এন এস রোডে পূর্ব ঘোষিত সারা দেশব্যাপী বিএনপির বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশ শেষে কিছু উচ্ছৃঙ্খল নেতা-কর্মী দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, যানবাহন ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে রাষ্ট্রের সম্পদ ক্ষতিসাধন করার জন্য সমবেত হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা বিএনপি ও তার অঙ্গসংগঠনের ৪০ থেকে ৫০ জন নেতা-কর্মী দৌড়ে পালিয়ে যান।
এ সময় ঘটনাস্থল থেকে ১২টি অবিস্ফোরিত ককটেল, ১০টি বাঁশের লাঠি ও আটটি কাঠের বাটাম উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামিমুল ইসলাম অপু আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপি নেতারা যখন মাঠে নামছে, তখনই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে সরকার। আমাদের নেতা-কর্মীরা কোনো ধরনের অপরাধ করেনি।’
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, রাষ্ট্রের ক্ষতিসাধন করতে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মামলা করা হয়েছে। দায়ের করা মামলায় আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বগুড়ার কাহালুতে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের বোরাইল গ্রামে এই ঘটনা ঘটে।
২৫ মিনিট আগেময়মনসিংহে চালককে হত্যার পর ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে সদর উপজেলার সিরতা ইউনিয়নের টেকেরবাড়ি এলাকায় পাকা রাস্তার পাশের ধান খেত থেকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করে।
৪০ মিনিট আগেচট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। বার সমিতির সদস্যরা তাতে অংশ নেন।
১ ঘণ্টা আগেচট্টগ্রামে ইসকন নেতা ও সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর আদালত প্রাঙ্গণে বিক্ষোভ, সংঘর্ষ, ভাঙচুর ও আইনজীবীকে হত্যার ঘটনায় ৩০ জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে যৌথবাহিনী তাদের আটক করে।
২ ঘণ্টা আগে