Ajker Patrika

ডাকাত সন্দেহে ধাওয়া, আটকের পর উদ্ধার ব্যাগভর্তি গাঁজা

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ১২: ৫৬
ডাকাত সন্দেহে ধাওয়া, আটকের পর উদ্ধার ব্যাগভর্তি গাঁজা

যশোর মনিরামপুরে পুলিশ দেখে পালানোর সময় ডাকাত সন্দেহে হুমায়ুন কবির (২৮) নামে এক যুবককে ধাওয়া দিয়ে আটক করে স্থানীয়রা। পরে সেই যুবকের কাছ থেকে স্কুলব্যাগে ভর্তি দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে পুলিশ ওই যুবককে থানায় নিয়ে যায়। আজ রোববার তাঁকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল শনিবার রাত ৯টার দিকে উপজেলার জলকর রোহিতা গ্রামে এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম হুমায়ুন কবির (২৮)। তিনি খুলনার গল্লামারী এলাকার শহিদুল ইসলামের ছেলে। তাঁর কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ ঘটনায় রোহিতা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মেহেদী হাসান বলেন, ‘শুক্রবার রাতে ইউনিয়নের জলকর রোহিতায় ও কোদলাপাড়া গ্রামে ডাকাত হানা দেয়। জলকর রোহিতায় তারা সুবিধা করতে না পারলেও কোদলাপাড়া গ্রামে মেঘনা বেকারির মালিকের বাড়ি লুট করে ৪ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।’

ইউপি সদস্য আরও বলেন, ‘এ জন্য শনিবার সকাল থেকে এলাকায় পুলিশের সতর্ক অবস্থান ছিল। এদিন সন্ধ্যার পর থানার ওসি মনিরুজ্জামানসহ পুলিশ জলকর রোহিতায় আসেন। গ্রামের আব্দুল কাদেরের দোকানের সামনে মনিরামপুর-ঝিকরগাছা সড়কের ওপর জিপ দাঁড় করিয়ে পাশে অবস্থান করছিলেন ওসি। এরপর রাত ৯টার দিকে একটি মোটরসাইকেলে করে ঝিকরগাছার দিক থেকে আসছিলেন দুই যুবক। হেডলাইটের আলোয় পুলিশের গাড়ি দেখে ১৫-২০ গজ দূরে মোটরসাইকেল থামিয়ে তাঁদের একজন মাঠের দিকে দৌড় দেন। অন্যজন মোটরসাইকেল ঘুরিয়ে পেছনে হটেন।’

ইউপি সদস্য মেহেদী হাসান বলেন, ‘এ সময় দোকানে বসে থাকা লোকজন ডাকাত সন্দেহে ধাওয়া দিয়ে পালানোর চেষ্টা করা ওই যুবককে ধরে ফেলেন। ধরার পর তাঁর কাছে একটি স্কুলব্যাগ পাওয়া যায়। ব্যাগসহ তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হলে ব্যাগ তল্লাশি করে ২ কেজি গাঁজা পাওয়া গেছে। তাঁরা দুজন গাঁজা নিয়ে খুলনার দিকে যাচ্ছিলেন বলে জানিয়েছেন।’

এ ঘটনায় মনিরামপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা বলেন, ‘ওই যুবকের কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। থানায় মাদক আইনে মামলা হয়েছে। তাঁকে আজ (রোববার) আদালতে নেওয়ার প্রস্তুতি চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত