মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোর মনিরামপুরে পুলিশ দেখে পালানোর সময় ডাকাত সন্দেহে হুমায়ুন কবির (২৮) নামে এক যুবককে ধাওয়া দিয়ে আটক করে স্থানীয়রা। পরে সেই যুবকের কাছ থেকে স্কুলব্যাগে ভর্তি দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে পুলিশ ওই যুবককে থানায় নিয়ে যায়। আজ রোববার তাঁকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল শনিবার রাত ৯টার দিকে উপজেলার জলকর রোহিতা গ্রামে এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম হুমায়ুন কবির (২৮)। তিনি খুলনার গল্লামারী এলাকার শহিদুল ইসলামের ছেলে। তাঁর কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ ঘটনায় রোহিতা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মেহেদী হাসান বলেন, ‘শুক্রবার রাতে ইউনিয়নের জলকর রোহিতায় ও কোদলাপাড়া গ্রামে ডাকাত হানা দেয়। জলকর রোহিতায় তারা সুবিধা করতে না পারলেও কোদলাপাড়া গ্রামে মেঘনা বেকারির মালিকের বাড়ি লুট করে ৪ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।’
ইউপি সদস্য আরও বলেন, ‘এ জন্য শনিবার সকাল থেকে এলাকায় পুলিশের সতর্ক অবস্থান ছিল। এদিন সন্ধ্যার পর থানার ওসি মনিরুজ্জামানসহ পুলিশ জলকর রোহিতায় আসেন। গ্রামের আব্দুল কাদেরের দোকানের সামনে মনিরামপুর-ঝিকরগাছা সড়কের ওপর জিপ দাঁড় করিয়ে পাশে অবস্থান করছিলেন ওসি। এরপর রাত ৯টার দিকে একটি মোটরসাইকেলে করে ঝিকরগাছার দিক থেকে আসছিলেন দুই যুবক। হেডলাইটের আলোয় পুলিশের গাড়ি দেখে ১৫-২০ গজ দূরে মোটরসাইকেল থামিয়ে তাঁদের একজন মাঠের দিকে দৌড় দেন। অন্যজন মোটরসাইকেল ঘুরিয়ে পেছনে হটেন।’
ইউপি সদস্য মেহেদী হাসান বলেন, ‘এ সময় দোকানে বসে থাকা লোকজন ডাকাত সন্দেহে ধাওয়া দিয়ে পালানোর চেষ্টা করা ওই যুবককে ধরে ফেলেন। ধরার পর তাঁর কাছে একটি স্কুলব্যাগ পাওয়া যায়। ব্যাগসহ তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হলে ব্যাগ তল্লাশি করে ২ কেজি গাঁজা পাওয়া গেছে। তাঁরা দুজন গাঁজা নিয়ে খুলনার দিকে যাচ্ছিলেন বলে জানিয়েছেন।’
এ ঘটনায় মনিরামপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা বলেন, ‘ওই যুবকের কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। থানায় মাদক আইনে মামলা হয়েছে। তাঁকে আজ (রোববার) আদালতে নেওয়ার প্রস্তুতি চলছে।’
যশোর মনিরামপুরে পুলিশ দেখে পালানোর সময় ডাকাত সন্দেহে হুমায়ুন কবির (২৮) নামে এক যুবককে ধাওয়া দিয়ে আটক করে স্থানীয়রা। পরে সেই যুবকের কাছ থেকে স্কুলব্যাগে ভর্তি দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে পুলিশ ওই যুবককে থানায় নিয়ে যায়। আজ রোববার তাঁকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল শনিবার রাত ৯টার দিকে উপজেলার জলকর রোহিতা গ্রামে এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম হুমায়ুন কবির (২৮)। তিনি খুলনার গল্লামারী এলাকার শহিদুল ইসলামের ছেলে। তাঁর কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ ঘটনায় রোহিতা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মেহেদী হাসান বলেন, ‘শুক্রবার রাতে ইউনিয়নের জলকর রোহিতায় ও কোদলাপাড়া গ্রামে ডাকাত হানা দেয়। জলকর রোহিতায় তারা সুবিধা করতে না পারলেও কোদলাপাড়া গ্রামে মেঘনা বেকারির মালিকের বাড়ি লুট করে ৪ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।’
ইউপি সদস্য আরও বলেন, ‘এ জন্য শনিবার সকাল থেকে এলাকায় পুলিশের সতর্ক অবস্থান ছিল। এদিন সন্ধ্যার পর থানার ওসি মনিরুজ্জামানসহ পুলিশ জলকর রোহিতায় আসেন। গ্রামের আব্দুল কাদেরের দোকানের সামনে মনিরামপুর-ঝিকরগাছা সড়কের ওপর জিপ দাঁড় করিয়ে পাশে অবস্থান করছিলেন ওসি। এরপর রাত ৯টার দিকে একটি মোটরসাইকেলে করে ঝিকরগাছার দিক থেকে আসছিলেন দুই যুবক। হেডলাইটের আলোয় পুলিশের গাড়ি দেখে ১৫-২০ গজ দূরে মোটরসাইকেল থামিয়ে তাঁদের একজন মাঠের দিকে দৌড় দেন। অন্যজন মোটরসাইকেল ঘুরিয়ে পেছনে হটেন।’
ইউপি সদস্য মেহেদী হাসান বলেন, ‘এ সময় দোকানে বসে থাকা লোকজন ডাকাত সন্দেহে ধাওয়া দিয়ে পালানোর চেষ্টা করা ওই যুবককে ধরে ফেলেন। ধরার পর তাঁর কাছে একটি স্কুলব্যাগ পাওয়া যায়। ব্যাগসহ তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হলে ব্যাগ তল্লাশি করে ২ কেজি গাঁজা পাওয়া গেছে। তাঁরা দুজন গাঁজা নিয়ে খুলনার দিকে যাচ্ছিলেন বলে জানিয়েছেন।’
এ ঘটনায় মনিরামপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা বলেন, ‘ওই যুবকের কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। থানায় মাদক আইনে মামলা হয়েছে। তাঁকে আজ (রোববার) আদালতে নেওয়ার প্রস্তুতি চলছে।’
সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, হবিগঞ্জ জেলা সদরের অস্থায়ী ক্যাম্পাসে চালু করা হবিগঞ্জ মেডিকেল কলেজটির জন্য যত দ্রুত সম্ভব স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করতে হবে। এটি অত্যন্ত পরিতাপের বিষয় যে ইতিমধ্যে একটি ব্যাচ এমবিবিএস কোর্স সম্পন্ন করলেও এখন...
৩ মিনিট আগেঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাফিক আইন অমান্য করে উল্টো পথে নারায়ণগঞ্জ শহরে ঢুকছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন। কিন্তু উল্টো পথে চলাচলে বাধা দেয় ট্রাফিক স্বেচ্ছাসেবকের দায়িত্বে থাকা শিক্ষার্থীরা। আর তাতেই রেগে আগুন হয়ে শিক্ষার্থীদের সঙ্গে তর্ক জুড়ে দেন তিনি; যার ভিডিও...
২৫ মিনিট আগেযশোরের মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরের নাজির শাহিন আলমকে মোবাইলে হুমকির পর মারপিটের ঘটনায় মনিরামপুর থানা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার যুবদলের কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে...
৪৪ মিনিট আগেসিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের জুমপাড়ে গ্রাম প্রতিরক্ষা বেড়িবাঁধ রক্ষায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে এলাকাবাসী। আজ শুক্রবার বাদ জুমা স্থানীয় ছাত্র-জনতা ও এলাকাবাসীর উদ্যোগে জাফলং বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কান্দুবস্তিসংলগ্ন জুমপাড়ে গ্রাম প্রতিরক্ষা বাঁধে গিয়ে শেষ হয়।
১ ঘণ্টা আগে