ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে নবীন এক ছাত্রীকে নির্যাতনের ভিডিও ধারণের ঘটনায় হালিমা খাতুন উর্মীর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধারে অভিযান শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ।
প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, গত ৬ মার্চ হাইকোর্টের আদেশের কপি পাওয়ার পর যতগুলো নির্দেশনা রয়েছে, সবগুলো বাস্তবায়ন করা হয়েছে। এরই মধ্যে মোবাইল ফোনটি উদ্ধারের জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত চিঠি দিয়েছেন।
পরে থানা থেকে ওই শিক্ষার্থীর বেশ কিছু তথ্য চাওয়া হয়। কিন্তু ৭, ৮, ৯ এবং আগামী ১০ মার্চ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ওই শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল ফোন নম্বরসহ কিছু তথ্য দেওয়া সম্ভব হয়নি। আগামী শনিবার একাডেমিক শাখা থেকে সব তথ্য নিয়ে পুলিশকে দেওয়া হবে।
এ বিষয়ে ইবি থানার ওসি আননূর যায়েদ বিপ্লব বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চিঠি পাওয়ার পরে আমরা মোবাইল ফোনটি উদ্ধারে কাজ করছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আরও কিছু তথ্য চেয়েছি।’
এদিকে দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনের ঘটনার এবং ঘটনাস্থলের আশপাশে থাকা সিসিটিভি ফুটেজগুলো উদ্ধারের প্রক্রিয়ায় হল প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে জানিয়েছেন হাইকোর্ট। ফুটেজ সরবরাহে ব্যর্থতায় আলাদা করে তদন্ত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
গত ৬ মার্চ হাইকোর্ট ফুলপরীর ওপর নির্যাতনের ঘটনায় হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার, সুপারিনটেনডেন্ট ও প্রশাসনিক কর্মকর্তা স্বাক্ষরিত পূর্ণাঙ্গ নির্দেশনাপত্র থেকে এ তথ্য জানা যায়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘হাইকোর্টের নির্দেশনাপত্রের পূর্ণাঙ্গ কপি আমরা হাতে পেয়েছি। কপি পেয়ে রেজিস্ট্রারকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। ক্যাম্পাস খুললে অফিসিয়ালি বিষয়টি জানা যাবে। আদালতের নির্দেশ পালনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
উল্লেখ্য, গত ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশরত্ন শেখ হাসিনা হলে ফুলপরীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের ঘটনা প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গত ১ মার্চ সানজিদা অন্তরাসহ পাঁচ অভিযুক্তকে ক্যাম্পাস থেকে সাময়িক বহিষ্কার, হল প্রভোস্টকে প্রত্যাহার, ভুক্তভোগী ফুলপরীর নিরাপত্তা ও তাঁর পছন্দের হলে ওঠানোর নির্দেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশে সেদিনই হল প্রভোস্টকে প্রত্যাহার করে প্রশাসন।
এ ছাড়া গত ৪ মার্চ পাঁচ অভিযুক্তকে সাময়িক বহিষ্কার করে সাত কার্যদিবসের মধ্যে কেন তাঁদের স্থায়ী বহিষ্কার করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে তাঁদের হল ও ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়। এ ছাড়া ফুলপরীকে তাঁর পছন্দের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে সিটের ব্যবস্থাও করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে নবীন এক ছাত্রীকে নির্যাতনের ভিডিও ধারণের ঘটনায় হালিমা খাতুন উর্মীর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধারে অভিযান শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ।
প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, গত ৬ মার্চ হাইকোর্টের আদেশের কপি পাওয়ার পর যতগুলো নির্দেশনা রয়েছে, সবগুলো বাস্তবায়ন করা হয়েছে। এরই মধ্যে মোবাইল ফোনটি উদ্ধারের জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত চিঠি দিয়েছেন।
পরে থানা থেকে ওই শিক্ষার্থীর বেশ কিছু তথ্য চাওয়া হয়। কিন্তু ৭, ৮, ৯ এবং আগামী ১০ মার্চ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ওই শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল ফোন নম্বরসহ কিছু তথ্য দেওয়া সম্ভব হয়নি। আগামী শনিবার একাডেমিক শাখা থেকে সব তথ্য নিয়ে পুলিশকে দেওয়া হবে।
এ বিষয়ে ইবি থানার ওসি আননূর যায়েদ বিপ্লব বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চিঠি পাওয়ার পরে আমরা মোবাইল ফোনটি উদ্ধারে কাজ করছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আরও কিছু তথ্য চেয়েছি।’
এদিকে দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনের ঘটনার এবং ঘটনাস্থলের আশপাশে থাকা সিসিটিভি ফুটেজগুলো উদ্ধারের প্রক্রিয়ায় হল প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে জানিয়েছেন হাইকোর্ট। ফুটেজ সরবরাহে ব্যর্থতায় আলাদা করে তদন্ত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
গত ৬ মার্চ হাইকোর্ট ফুলপরীর ওপর নির্যাতনের ঘটনায় হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার, সুপারিনটেনডেন্ট ও প্রশাসনিক কর্মকর্তা স্বাক্ষরিত পূর্ণাঙ্গ নির্দেশনাপত্র থেকে এ তথ্য জানা যায়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘হাইকোর্টের নির্দেশনাপত্রের পূর্ণাঙ্গ কপি আমরা হাতে পেয়েছি। কপি পেয়ে রেজিস্ট্রারকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। ক্যাম্পাস খুললে অফিসিয়ালি বিষয়টি জানা যাবে। আদালতের নির্দেশ পালনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
উল্লেখ্য, গত ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশরত্ন শেখ হাসিনা হলে ফুলপরীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের ঘটনা প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গত ১ মার্চ সানজিদা অন্তরাসহ পাঁচ অভিযুক্তকে ক্যাম্পাস থেকে সাময়িক বহিষ্কার, হল প্রভোস্টকে প্রত্যাহার, ভুক্তভোগী ফুলপরীর নিরাপত্তা ও তাঁর পছন্দের হলে ওঠানোর নির্দেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশে সেদিনই হল প্রভোস্টকে প্রত্যাহার করে প্রশাসন।
এ ছাড়া গত ৪ মার্চ পাঁচ অভিযুক্তকে সাময়িক বহিষ্কার করে সাত কার্যদিবসের মধ্যে কেন তাঁদের স্থায়ী বহিষ্কার করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে তাঁদের হল ও ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়। এ ছাড়া ফুলপরীকে তাঁর পছন্দের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে সিটের ব্যবস্থাও করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যক্তি। ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণের কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
১ ঘণ্টা আগেযশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজকে পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতি করার অভিযোগ উঠেছে অধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে। ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়ে একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে বেতন ভাতা উত্তোলন করেছেন। স্ত্রীকে হিসাব সহকারী পদে নিয়োগ দিয়ে প্রায় ১৪ বছর ধরে
১ ঘণ্টা আগে২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
২ ঘণ্টা আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
৩ ঘণ্টা আগে