দুধ কেনার টাকা নেই, যমজ শিশুকে ভাতের মাড় খাওয়াচ্ছেন মা

প্রতিনিধি, দৌলতপুর (কুষ্টিয়া)
প্রকাশ : ০২ আগস্ট ২০২১, ১৭: ৩১

লকডাউনে কাজ না থাকায় শিশুদের মুখে খাবার তুলে দিতে পারছেন না দিনমজুর বাবা। কুষ্টিয়া দৌলতপুর উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের চরদিয়াড় গ্রামের দিনমজুর রতন বলেন, ‘আমি এই কঠিন সময়ে সংসার চালাতে ব্যর্থ। কিছুদিন টাকা ধার করে চলেছি। এখন আর পারছি না। যমজ সন্তানের জন্য সামান্য ৩০০ টাকার দুধ কেনার টাকা আমার কাছে নেই।’

রতনের স্ত্রী লিমা ঘরে দুধ না থাকায় এক মাস বয়সী যমজ শিশুদের ভাতের মাড় খাওয়াচ্ছেন। রতন-লিমার ঘর আলো করে মাস খানিক পূর্বে দুই কন্যা শিশুর জন্ম হয়। যমজ কন্যা শিশু জন্ম হওয়ার খুশিতে তাদের নামটাও রাখা হয় হাসি ও খুশি।

স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান সেলিম চৌধুরী জানান, বিষয়টি খুবই কষ্টের। আমি বিষয়টি জানার সঙ্গে সঙ্গে রতন আলীকে কিছু অর্থ সাহায্য দিয়েছি। পরবর্তীতে সরকারি কোনো অনুদান এলে তাঁকে দেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, যমজ কন্যা শিশুর বাবা মায়ের এনআইডি কার্ড নিয়ে পিআইও অফিসে যোগাযোগ করলে শিশু খাদ্যের ব্যবস্থা করা হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত