নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে মেয়রকে জরিমানা

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
Thumbnail image

সড়কে যানজট সৃষ্টি করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে যশোর মনিরামপুরের পৌর মেয়রকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান তাঁকে এই জরিমানা করেন। 

অভিযুক্ত মেয়র কাজী মাহমুদুল হাসান উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি নৌকা প্রতীকের প্রার্থী স্বপন ভট্টাচার্যের পক্ষে কাজ করছেন। 

সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সারা দেশের ন্যায় মনিরামপুর বাজারে বিজয় মিছিল করেছে আওয়ামী লীগ। সেই মিছিল একপর্যায়ে নির্বাচনী মিছিলে রূপ নিয়েছে। মিছিলে নেতৃত্ব দিয়ে মনিরামপুর-চুকনগর সড়কে যানজট ও মোটরসাইকেল শোভাযাত্রা করায় কাজী মাহমুদুল হাসানকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’ 

এর আগে গতকাল সোমবার একই অভিযোগে স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলীর নির্বাচনী এজেন্ট মিকাইল হোসেন ও নৌকা প্রতীকের প্রার্থীর এজেন্ট নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন এসিল্যান্ড আলী হাসান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত