৪ বছর পর কারামুক্ত ভারতীয় নাগরিক, বিএসএফের আপত্তিতে আবার জেলে

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০১: ১৫

চার বছর আগে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে পুলিশের হাতে আটক হন ভারতীয় নাগরিক দীপক কুমার ঠাকুর (৩৫)। আদালত অনুপ্রবেশের দায়ে তাঁকে ৪ বছরের জেল দেন।

সেই সাজা শেষ হওয়ায় বৃহস্পতিবার (১৯ অক্টোবর) তাঁকে ভারতে ফেরত পাঠানোর জন্য চুয়াডাঙ্গার দর্শনায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে বিজিবি। বৈঠকে বিএসএফ আইনের জটিলতা দেখিয়ে দীপককে দেশে ফিরিয়ে নিতে অপারগতা প্রকাশ করে। ফলে আবার কারাগারে পাঠানো হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, বিহার রাজ্যের সমস্তিপুর জেলার ওয়ারিশ নগর থানার মনিহার গ্রামের রাম নরেশ ঠাকুরের ছেলে দীপক কুমার ঠাকুরকে ২০১৯ সালে বাংলাদেশের পিরোজপুরে গ্রেপ্তার করে পুলিশ। অনুপ্রবেশের দায়ে ৪ বছর জেল হয় তাঁর। সাজা শেষ হওয়ায় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দর্শনা জয়নগর চেকপোস্ট দিয়ে দীপককে ভারতে পাঠানোর জন্য বিএসএফকে চিঠি দেয় বিজিবি। পরে জয়নগর চেকপোস্ট শূন্য রেখায় পতাকা বৈঠক বসে।

বৈঠকে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, দীপকের কোনো অভিভাবক না আসায় তাঁকে ফেরত নেওয়া সম্ভব হচ্ছে না। দীপকের অভিভাবকের সন্ধান পাওয়া গেলে তাঁকে ফেরত নেওয়া হবে। এ কারণে দীপককে আবার বিজিবি পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। পরে পুলিশ তাঁকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠায়। 

বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা চেকপোস্ট আই সিপির ইনচার্জ আব্দুল জলিল, দর্শনা থানার এসআই সোহেল রানা, দর্শনা ইমিগ্রেশনের এসআই মোর্শদ, এসআই আবু হানিফ, এএসআই আব্দুল মমিন, বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন গেদে বিএসএফের কোম্পানি কমান্ডার বিধাস চন্দ্র।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত