Ajker Patrika

নড়াইলের ক্ষতিগ্রস্ত বাড়িঘর, মন্দির পরিদর্শন করেছে বিএনপির প্রতিনিধি দল

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের ক্ষতিগ্রস্ত বাড়িঘর, মন্দির পরিদর্শন করেছে বিএনপির প্রতিনিধি দল

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ায় দুষ্কৃতিকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা। শনিবার (২৩ জুলাই) দুপুরে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেন। 

এ সময় বিএনপির পক্ষ থেকে ৫টি পরিবারকে ৫ হাজার করে টাকা এবং দুটি মন্দিরে ১০ হাজার টাকা করে দেওয়া হয়। 

এ সময় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, ধর্মবিষয়ক সহসম্পাদক অমলেন্দু দাস অপু, বিএনপির কেন্দ্রীয় নেত্রী ফাহিমা নাসরিন মুন্নি, নিপূন রায় চৌধুরী, নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামসহ জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। 

ক্ষতিগ্রস্ত শিক্ষক দিলীপ সাহার বাড়ি পরিদর্শনকালে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও বিএনপির প্রতিনিধি দলের নেতারা এ ধরনের ন্যক্কারজনক হামলার নিন্দা জানিয়ে বলেন, নিরপেক্ষ তদন্তপূর্বক ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের বের করতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কিন্তু এ ঘটনায় উদর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপানো হলে প্রকৃত দোষীরা পার পেয়ে যাবে। বিএনপি নেতারা দিলীপ সাহার ভাই দীপংকর সাহা ও বৃদ্ধ মা বিজলী সাহার সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন। 

দীপংকর সাহা ও তাঁর মা বিজলী সাহা গত ১৫ জুলাই ঘটে যাওয়া সহিংসতার কথা তুলে ধরে বলেন, ‘আমরা শান্তিতে থাকতে চাই। নিরাপদে বসবাস করাই এখন আমাদের কাছে মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।’ 

পরে তারা অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র পান ব্যবসায়ী গোবিন্দ সাহার বাড়িঘর পরিদর্শন করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এরপর নেতারা দিঘলিয়া রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি শিবনাথ সাহার সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান। 

খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘এ হামলার ঘটনায় দোষীরা শাস্তি পেলে এ ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি হবে না। আমরা সবাই বাংলাদেশি। এখানে কোনো সম্প্রদায়গত শ্রেণি বিভাগ না করে এক হয়ে বসবাস করতে পারলে তবেই সম্প্রীতির বন্ধন দৃঢ় হবে, শান্তি আসবে। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা হলেও, সেগুলো বিচার না হওয়ায় একই ঘটনা বারবার ঘটছে।’ 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ার কলেজছাত্র আকাশ সাহা ফেসবুকে মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তি করায় ওই দিন জুম্মার নামাজের পর থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আকাশ সাহার গ্রেপ্তার ও বিচার দাবিতে বিক্ষোভ করতে থাকেন। বিক্ষুব্ধ লোকজন একপর্যায়ে সন্ধ্যার পর সাহাপাড়ার ৩টি বাড়ি ও দিঘলিয়া বাজারের দুটি দোকান ভাঙচুর করেন এবং গোবিন্দ সাহার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনে দুই রুম বিশিষ্ট টিনের ঘরটি পুড়ে যায়। এ ছাড়া সাহাপাড়ার রাধা গোবিন্দ মন্দিরের চেয়ার ও সাউন্ডবক্স এবং আখড়াবাড়ি মন্দিরের টিনের চালা ভাঙচুর ও মহাশ্মশান কালিবাড়ি মন্দিরের ক্ষতি সাধন করে বিক্ষুব্ধরা। 

ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। সেই থেকে ঘটনাস্থলে পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২০০–২৫০ অজ্ঞাতনামা আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেছে এবং এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত