কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় নবি মোড়ল ওরফে ইসলাম (৫২) নামে এক বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ৪ জন যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে যশোর-চুকনগর সড়কের কেশবপুরের তেইশ মাইল নামক এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।
নবি মোড়ল ওরফে ইসলাম পার্শ্ববর্তী সাতক্ষীরার তালা উপজেলার লাউতাড়া গ্রামের ওমর মোড়লের ছেলে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কেশবপুরের তেইশ মাইল নামক এলাকায় চুকনগর থেকে যাত্রী নিয়ে আসার সময় একটি বাস সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নবি মোড়ল ওরফে ইসলাম বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। সড়ক দুর্ঘটনায় আহত যাত্রীরা হলেন আবু তাহের (২৮), মাহফুজা খাতুন (৩০), আবু বকর সিদ্দিক (৬৮) ও মিরা খাতুন (১৮)।
খবর পেয়ে কেশবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ বিষয়ে কেশবপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস পরিদর্শক শংকর বিশ্বাস জানান, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর জানান, বাসের সুপারভাইজার নবি ইসলাম মোড়লকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত ৪ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় নবি মোড়ল ওরফে ইসলাম (৫২) নামে এক বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ৪ জন যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে যশোর-চুকনগর সড়কের কেশবপুরের তেইশ মাইল নামক এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।
নবি মোড়ল ওরফে ইসলাম পার্শ্ববর্তী সাতক্ষীরার তালা উপজেলার লাউতাড়া গ্রামের ওমর মোড়লের ছেলে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কেশবপুরের তেইশ মাইল নামক এলাকায় চুকনগর থেকে যাত্রী নিয়ে আসার সময় একটি বাস সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নবি মোড়ল ওরফে ইসলাম বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। সড়ক দুর্ঘটনায় আহত যাত্রীরা হলেন আবু তাহের (২৮), মাহফুজা খাতুন (৩০), আবু বকর সিদ্দিক (৬৮) ও মিরা খাতুন (১৮)।
খবর পেয়ে কেশবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ বিষয়ে কেশবপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস পরিদর্শক শংকর বিশ্বাস জানান, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর জানান, বাসের সুপারভাইজার নবি ইসলাম মোড়লকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত ৪ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বগুড়ার শেরপুরে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে শহরের কর্মকারপাড়ার বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
৪ মিনিট আগেজামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমানের ব্যবহৃত সরকারি মোবাইল ফোন নম্বর হ্যাক হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই নম্বর ব্যবহার করে একটি প্রতারক চক্র নিজেকে ইউএনও পরিচয় দিয়ে বিভিন্ন লোকজনকে ফোন করে টাকা দাবি করছে।
৫ মিনিট আগেরমজান মাসে ভোক্তাদের স্বস্তি দিতে ন্যায্যমূল্যে ডিম ও মুরগি বিক্রির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। আজ শুক্রবার ঠাকুরগাঁওয়ের কালীবাড়ি পাবলিক লাইব্রেরি মাঠে কৃষকের বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
১০ মিনিট আগেসর্বনিম্ন বেতন স্কেল ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়ে আমরণ অনশন ভেঙেছেন দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির আউটসোর্সিং কর্মচারীরা। শ্রম মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গতকাল বৃহস্পতিবার দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে ১২ দিন পর ২৮৭ জন কর্মচারী রাত ৮টা থেকে কাজে যোগ দেন।
১৭ মিনিট আগে