Ajker Patrika

৯২ বোতল ফেনসিডিল বহনের দায়ে একজনের যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি
আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১৫: ৪৮
৯২ বোতল ফেনসিডিল বহনের দায়ে একজনের যাবজ্জীবন

নড়াইলে ৯২ বোতল ফেনসিডিল বহনের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ রোববার দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) মুহাম্মাদ আকরাম হোসেন এ রায় দেন। 

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আলমগীর হোসেন (৫৩) যশোরের বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর উত্তরপাড়ার বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। 

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) সরদার মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১১ জানুয়ারি দুপুর ১২টার দিকে নড়াইল-যশোর সড়কের সদর উপজেলার চাঁচড়া এলাকায় সন্দেহজনকভাবে মোটরসাইকেলচালক আলমগীরকে যেতে দেখলে পুলিশ তাঁকে থামতে বলে। এরপর আলমগীর মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাঁকে ধরে ফেলে। এ সময় মোটরসাইকেলে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। 

এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। পরবর্তীকালে আলমগীর হোসেনকে অভিযুক্ত করে পুলিশ আদালতে চার্জশিট জমা দেয়। মামলায় মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এই দণ্ডাদেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত