Ajker Patrika

৩০ ছাগলের দৌড় প্রতিযোগিতা, পুরস্কার বই-খাতা-কলম-ঘড়ি

কামরুজ্জামান রাজু, কেশবপুর (যশোর)
আপডেট : ২৪ মে ২০২৪, ২১: ০৫
৩০ ছাগলের দৌড় প্রতিযোগিতা, পুরস্কার বই-খাতা-কলম-ঘড়ি

বিকেল হতেই একে একে ছাগল নিয়ে মাঠে প্রবেশ করতে থাকেন মালিকেরা। চেনার সুবিধার্থে ছাগলগুলোকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গলায় ঝুলিয়ে দেওয়া হয় কাগজ। সেখানে সিরিয়াল নম্বর ও ছাগলের মালিকের নাম লেখা। কেননা, কিছুক্ষণ পরই তাদের নিয়ে শুরু হবে দৌড় প্রতিযোগিতা। 

এলাকাবাসীকে বিনোদন দিতে আজ শুক্রবার এমন ব্যতিক্রমী আয়োজন করা হয় যশোরের কেশবপুরে। উপজেলার আটন্ডা যুবসমাজের আয়োজনে পোষা ছাগলের এমন প্রতিযোগিতা দেখতে দুপুরের পরপরই স্থানীয় মাঠে ভিড় করেন নারী-পুরুষ শিশুসহ শত শত উৎসুক মানুষ। পাঁচ ধাপে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে দেওয়া হয় দেয়াল ঘড়ি, সাবান, বই, খাতা ও কলম। 

ওই এলাকায় প্রতিযোগিতা ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিযোগিতায় অংশ নেয় এলাকার অন্তত ৩০টি পোষা ছাগল। 

উপজেলার আটন্ডা এলাকার হাসিবুল হাসান শান্ত এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ সেবক ফেরদৌস রহমান। 

প্রতিযোগিতায় অংশ নিতে ছাগলের গলায় চিহ্নিতকরণ নম্বর ঝুলিয়ে দেওয়া হয়ছাগলের দৌড় প্রতিযোগিতা দেখতে আসা উপজেলা শ্রীফলা গ্রামের সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘এবারই প্রথম ছাগলের দৌড় প্রতিযোগিতা দেখলাম। খুবই ভালো লেগেছে।’ 

উপজেলার লক্ষ্মীনাথকাটি গ্রামের সাঈদুর রহমান বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী অনেক আয়োজন হারিয়ে যেতে বসেছে। মানুষকে বিনোদন দেওয়ার জন্য এমন আয়োজন ধরে রাখতে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ। 

ছাগলের দৌড় প্রতিযোগিতা দেখতে মানুষের ভিড়অনুষ্ঠানে ছাগলের মালিকদের উপস্থিতিতে স্বেচ্ছাসেবকদের সহায়তায় পাঁচটি ধাপে ছাগলের দৌড় প্রতিযোগিতা সম্পন্ন হয়। প্রতিযোগিতায় সাইফুল্লাহ ইসলামের ছাগল প্রথম, আব্দুর রহিমের দ্বিতীয় ও রিফাত হোসেনের ছাগল তৃতীয় স্থান অধিকার করে। 

বিজয়ী ছাগলের মালিকদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এসবের মধ্যে প্রথম পুরস্কার দেয়াল ঘড়ি দেওয়া হয়। এ ছাড়া সাবান, বই, খাতা ও কলমও ছিল পুরস্কারের তালিকায়। 

আটন্ডা গ্রামে ছাগলের দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়আয়োজক কমিটির সভাপতি হাসিবুল হাসান শান্ত বলেন, ‘এলাকার মানুষকে বিনোদন দেওয়ার জন্য এমন ব্যতিক্রম ছাগলের দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। ভবিষ্যতেও এলাকাবাসীকে বিনোদন দিতে এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত