Ajker Patrika

কুষ্টিয়ায় সাংবাদিককে রড দিয়ে পেটাল সন্ত্রাসীরা

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১৭: ১১
কুষ্টিয়ায় সাংবাদিককে রড দিয়ে পেটাল সন্ত্রাসীরা

কুষ্টিয়ায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সাংবাদিক শেখ হাসান বেলাল। ৭-৮ জন সন্ত্রাসী লোহার রড দিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। 

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া শহরের নিশান মোড় এলাকায় তাঁর ওপর হামলা হয়। তিনি আরটিভির কুষ্টিয়া স্টাফ রিপোর্টার। 

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি জানান, আহত সাংবাদিক হামলাকারীদের মধ্যে একজনকে চিনতে পেড়েছেন। তিনি স্থানীয় এক পাখির দোকানি। তবে কী কারণে হামলার ঘটনা ঘটেছে তা বলতে পারেনি তিনি। 

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক আরিফুল ইসলাম বলেন, ‘আহত সাংবাদিকের মাথায় ৪টি সেলাই দেওয়া হয়েছে। তিনি আমাদের অবজারভেশনে আছেন।’ 

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ হাসপাতালে সাংবাদিক বেলালকে দেখতে আসেন। তিনি বলেন অপরাধী যেই হোক দ্রুত আইনের আওতায় আনা হবে। 

এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক সোহেল রানা ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারে পুলিশ সুপারের দৃষ্টি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত