সাতক্ষীরায় ১৮টি তাজা ককটেল উদ্ধারের পর এর বিস্ফোরণ ঘটায় র‍্যাব  

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ২৩: ৫২
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ১০: ০২

সাতক্ষীরার কালিগঞ্জের কালিকাপুর এলাকা থেকে ১৮টি ককটেল উদ্ধার করেছে র‍্যাব। গতকাল সোমবার রাতে কালিকাপুর গ্রামের একটি রাস্তার পাশে পড়ে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে এসব ককটেল উদ্ধার করা হয়। উদ্ধারের পরপরই ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়। 

র‍্যাবের সাতক্ষীরা কোম্পানি কমান্ডার নাজমুল হুদা জানান, গোপন সংবাদে জানা যায়, কালিকাপুর গ্রামের একটি রাস্তার পাশে প্লাস্টিকের ব্যাগে বোমাসদৃশ কিছু জিনিস পড়ে আছে, এমন সংবাদে র‍্যাবের একটি আভিযানকারী দল সেগুলো উদ্ধার করে। পরে দেখা যায়, প্লাস্টিকের ব্যাগে ১৮টি তাজা ককটেল রয়েছে। ঘটনাস্থলেই বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়। পরে সংবাদ দিয়ে র‍্যাব-৬-এর অভিজ্ঞ বোমা ডিসপোজাল টিমকে আনা হয়। তারা সাতক্ষীরার বাইপাস সড়কের লাবসা এলাকার ফাঁকা জায়গায় ককটেলগুলোর বিস্ফোরণ ঘটান। 

নাজমুল হুদা আরও জানান, ককটেলগুলো খুবই শক্তিশালী, যা বিস্ফোরিত হলে জানমালের ব্যাপক ক্ষতি হতো। নাশকতার কাজে ব্যবহারের জন্য এসব ককটেল রাখা হয়েছিল বলে অনুমান করেন তিনি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত