Ajker Patrika

বেনাপোল সীমান্ত থেকে ১১২ স্বর্ণেরবারসহ গ্রেপ্তার ২ 

বেনাপোল প্রতিনিধি
বেনাপোল সীমান্ত থেকে ১১২ স্বর্ণেরবারসহ গ্রেপ্তার ২ 

যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে ১৬ কেজি ৫১২ গ্রাম ওজনের ১১২ পিচ স্বর্ণবারসহ দুজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আজ বুধবার রাত ১১টার দিকে বেনাপোল আমড়া খালি বিজিবি চেকপোস্ট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লার দাউদকান্দি এলাকার মনু মিয়ার ছেলে ওমর ফারুক (২৭) ও চাঁদপুর জেলার মতলেব উত্তর থানার কালিপুর বাজার এলাকায় বারেক সরকারের ছেলে ফরহাদ সরকার (৩২)।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যশোর বেনাপোল সীমান্ত দিয়ে পিকআপে করে বিপুল পরিমাণ স্বর্ণের চালান ভারতে পাচার হবে। পরে বিজিবি অভিযান চালিয়ে যশোর-বেনাপোল মহাসড়কের আমড়া খালি চেকপোস্টে সন্দেহজনক একটি পিকআপের গতিরোধ করে। পিকআপটি তল্লাশি করে ১৬ কেজি ৫১২ গ্রাম ওজনের ১১২ পিচ স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬ কোটি টাকা।

আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান শাহেদ মিনহাজ সিদ্দিকী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত