Ajker Patrika

জীবননগরে রেললাইনে ফাটল, দুর্ঘটনা থেকে রক্ষা ট্রেনযাত্রীদের

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ঘোড়ামারা এলাকায় আজ রোববার বিকেলে রেললাইনে ফাটল দেখা যায়। ছবি: আজকের পত্রিকা
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ঘোড়ামারা এলাকায় আজ রোববার বিকেলে রেললাইনে ফাটল দেখা যায়। ছবি: আজকের পত্রিকা

চুয়াডাঙ্গার জীবননগরে রেললাইনের জোড়ায় ফাটল দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত রেললাইনের ওপর দিয়ে দ্রুতগতিতে ট্রেন চলাচল করলে বড়ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। তবে স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখে দ্রুত রেল কর্তৃপক্ষকে জানান। কর্মীরা এসে রেললাইনের ক্ষতিগ্রস্ত অংশে লাল নিশানা টানিয়ে দিলে দুর্ঘটনা থেকে রক্ষা পান খুলনা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী মহানন্দা ট্রেনের যাত্রীরা।

আজ রোববার বিকেলে উপজেলার উথলী ঘোড়ামারা রেলগেটের কাছে রেললাইনের জোড়ার মুখে এই ফাটল দেখা দেয়। এতে মহানন্দা ট্রেনটি কিছু সময় আটকে ছিল। কিছু সময় পর ধীরগতিতে ট্রেনটি ফাটলের স্থান অতিক্রম করে। পরে রেলকর্মীরা এসে রেললাইন মেরামত করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

উথলী রেলগেটের গেটম্যান রায়হান আলী জানান, রেলগেটের নিকট রেললাইনের জোড়ার মুখে এই ফাটল দেখা দিয়েছে। স্থানীয় লোকজন বিষয়টি জানালে দ্রুত জোড়া খুলে যাওয়ার স্থানে লাল কাপড়ের নিশানা টানিয়ে দেওয়া হয়। কিছু সময় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে পরে ধীরগতিতে চলাচল করতে থাকে।

আজ রোববার বিকেলে জীবননগরের উথলী ঘোড়ামারা এলাকায় ফাটল দেখা দেওয়া রেললাইনে লাল নিশানা টানিয়ে দেন রেলকর্মীরা। ছবি: আজকের পত্রিকা
আজ রোববার বিকেলে জীবননগরের উথলী ঘোড়ামারা এলাকায় ফাটল দেখা দেওয়া রেললাইনে লাল নিশানা টানিয়ে দেন রেলকর্মীরা। ছবি: আজকের পত্রিকা

রেলওয়ের চুয়াডাঙ্গার সহকারী নির্বাহী প্রকৌশলী চাঁদ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, জীবননগরের উথলীতে রেললাইনের জোড়ার মুখ খুলে যায়। এ কারণে খুলনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী মেইল টেনটি ঘটনাস্থলের কাছে দাঁড়িয়েছিল। পরে ধীরগতিতে ট্রেনটি ঘটনাস্থল থেকে যাত্রা করে। কর্মীরা গিয়ে ফাটল মেরামত করলে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন ফেডারেল সংস্থার

চীনের আগে ভারত সফরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস: দ্য হিন্দুকে প্রেস সচিব

ভারত নিয়ে পশ্চিমবঙ্গে রিকশাচালকের সঙ্গে তর্ক, বাংলাদেশিকে ফেরত

ভারতকে ভয়ংকর মাদক ফেন্টানিলের কাঁচামাল সরবরাহকারী বলল তুলসী গ্যাবার্ডের দপ্তর

বাংলাদেশকে ‘ধন্যবাদ’ দিয়ে রাফিনহাকে বিনয়ী হতে বললেন এনজো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত