যশোর প্রতিনিধি
সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দির থেকে প্রতিমার সোনার মুকুট চুরি হওয়ার সঙ্গে দুর্গাপূজা উৎসবের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন খুলনা রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. রেজাউল হক। তিনি গতকাল শুক্রবার রাতে যশোর শহরের রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনে শারদীয় দুর্গাপূজা পরিদর্শনের সময় এসব কথা বলেন।
ডিআইজি রেজাউল বলেন, দীর্ঘদিন ধরে যশোরেশ্বরী কালীমন্দির নিয়ে স্থানীয় দুটি পক্ষের বিরোধ রয়েছে। একটি পক্ষ মন্দিরটা নিয়ে ষড়যন্ত্র করছে। স্থানীয়ভাবে কিছু তথ্য পাওয়া গেছে। এর সঙ্গে অন্য বিষয় জড়িত রয়েছে। বিষয়গুলো নিয়ে পুলিশ কাজ করছে। দেশবাসী একটু অপেক্ষা করেন, দ্রুতই সবকিছু পরিষ্কার করা হবে।’
খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি বলেন, ‘সিসিটিভি থেকে আমরা দেখেছি চোরের বয়স ২৫ থেকে ৩০ মধ্যে। তিনি সুকৌশলে কালি মন্দরের ভেতরে ঢুকে প্রতিমার পেছন থেকে চুরির কাজটি করেছেন। তাঁকে ক্যামেরার মাধ্যমে চেনা যাচ্ছে। আমরা স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধি বিভিন্ন পেশায় জড়িতদের সঙ্গে আলাপ করেছি। ছেলেটির ছবি তাঁদেরকে দেখিয়েছি। এখন আমরা অনুমান করছি, ছেলেটি ওই অঞ্চলের নয়। তাঁর নাম-পরিচয় পায়নি।’
এক প্রশ্নের জবাবে ডিআইজি রেজাউল বলেন, ‘যেটা মনে করছি সমাজে কিছু খারাপ মানুষ থাকে। যারা উৎসবকে বাধাগ্রস্ত করার জন্য এই কাজটি করেছে। এখন ঘরে ঘরে দুর্গাপূজার উৎসব চলছে, আর যে মন্দিরে চুরির ঘটনা ঘটেছে সেটা কালি মন্দিরে। ফলে দুর্গাপূজার সঙ্গে চুরির কোনো সম্পর্ক দেখছি না। বিষয়টি নিয়ে আমরা গুরুত্বের সঙ্গে কাজ করছি, আশা করি দ্রুত চোরকে চিহ্নিত করতে পারব এবং মুকুটটি উদ্ধার করতে পারব।’
রামকৃষ্ণ মিশনে আসার আগে শহরের লালদীঘিস্থ হরিসভা মন্দির পরিদর্শন করেন ডিআইজি রেজাউল। এ সময় যশোরের পুলিশ সুপার জিয়াউদ্দীন আহমেদ, যশোরের রামকৃষ্ণ আশ্রম ও মিশন অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ, জেলা পূজা পরিষদের সভাপতি দিপাঙ্কর দাস রতনসহ পুলিশ ও পূজা পরিষদের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যশোরেশ্বরী কালীমন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপহার হিসেবে দেওয়া প্রতিমার মাথার সোনার মুকুটটি চুরি হয়ে গেছে। গত বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে অবস্থিত মন্দিরে এ ঘটনা ঘটে। চুরি হয়ে যাওয়া প্রতিমার মাথার মুকুটটি এখনো উদ্ধার হয়নি। এ ঘটনায় শুক্রবার রাত পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। চুরির ঘটনায় থানায় কোনো মামলাও হয়নি।
সাতক্ষীরার যশোরেশ্বরী কালীমন্দির থেকে প্রতিমার সোনার মুকুট চুরি হওয়ার সঙ্গে দুর্গাপূজা উৎসবের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন খুলনা রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. রেজাউল হক। তিনি গতকাল শুক্রবার রাতে যশোর শহরের রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনে শারদীয় দুর্গাপূজা পরিদর্শনের সময় এসব কথা বলেন।
ডিআইজি রেজাউল বলেন, দীর্ঘদিন ধরে যশোরেশ্বরী কালীমন্দির নিয়ে স্থানীয় দুটি পক্ষের বিরোধ রয়েছে। একটি পক্ষ মন্দিরটা নিয়ে ষড়যন্ত্র করছে। স্থানীয়ভাবে কিছু তথ্য পাওয়া গেছে। এর সঙ্গে অন্য বিষয় জড়িত রয়েছে। বিষয়গুলো নিয়ে পুলিশ কাজ করছে। দেশবাসী একটু অপেক্ষা করেন, দ্রুতই সবকিছু পরিষ্কার করা হবে।’
খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি বলেন, ‘সিসিটিভি থেকে আমরা দেখেছি চোরের বয়স ২৫ থেকে ৩০ মধ্যে। তিনি সুকৌশলে কালি মন্দরের ভেতরে ঢুকে প্রতিমার পেছন থেকে চুরির কাজটি করেছেন। তাঁকে ক্যামেরার মাধ্যমে চেনা যাচ্ছে। আমরা স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধি বিভিন্ন পেশায় জড়িতদের সঙ্গে আলাপ করেছি। ছেলেটির ছবি তাঁদেরকে দেখিয়েছি। এখন আমরা অনুমান করছি, ছেলেটি ওই অঞ্চলের নয়। তাঁর নাম-পরিচয় পায়নি।’
এক প্রশ্নের জবাবে ডিআইজি রেজাউল বলেন, ‘যেটা মনে করছি সমাজে কিছু খারাপ মানুষ থাকে। যারা উৎসবকে বাধাগ্রস্ত করার জন্য এই কাজটি করেছে। এখন ঘরে ঘরে দুর্গাপূজার উৎসব চলছে, আর যে মন্দিরে চুরির ঘটনা ঘটেছে সেটা কালি মন্দিরে। ফলে দুর্গাপূজার সঙ্গে চুরির কোনো সম্পর্ক দেখছি না। বিষয়টি নিয়ে আমরা গুরুত্বের সঙ্গে কাজ করছি, আশা করি দ্রুত চোরকে চিহ্নিত করতে পারব এবং মুকুটটি উদ্ধার করতে পারব।’
রামকৃষ্ণ মিশনে আসার আগে শহরের লালদীঘিস্থ হরিসভা মন্দির পরিদর্শন করেন ডিআইজি রেজাউল। এ সময় যশোরের পুলিশ সুপার জিয়াউদ্দীন আহমেদ, যশোরের রামকৃষ্ণ আশ্রম ও মিশন অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ, জেলা পূজা পরিষদের সভাপতি দিপাঙ্কর দাস রতনসহ পুলিশ ও পূজা পরিষদের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যশোরেশ্বরী কালীমন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপহার হিসেবে দেওয়া প্রতিমার মাথার সোনার মুকুটটি চুরি হয়ে গেছে। গত বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে অবস্থিত মন্দিরে এ ঘটনা ঘটে। চুরি হয়ে যাওয়া প্রতিমার মাথার মুকুটটি এখনো উদ্ধার হয়নি। এ ঘটনায় শুক্রবার রাত পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। চুরির ঘটনায় থানায় কোনো মামলাও হয়নি।
ঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
৭ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগেযশোরের অভয়নগরে পুকুরে ডুবে এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার অভয়নগর গ্রামের মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগেচুয়াডাঙ্গার দামুড়হুদা অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাচারকালে সেলিম হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা–৬ বিজিবির দর্শনা বিওপির একটি টহলদল তাকে আটক করে।
৮ ঘণ্টা আগে