Ajker Patrika

দলীয় কোন্দলের জের, ঝিনাইদহে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

ঝিনাইদহ প্রতিনিধি
দলীয় কোন্দলের জের, ঝিনাইদহে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

ঝিনাইদহ সদরের সুরাট মাধ্যমিক বিদ্যালয়ের পাশে যুবলীগ নেতা এনামুল হক এনামকে (৪২) কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 

আজ সোমবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। সে সুরাট গ্রামের ইব্রাহীম মোল্লার ছেলে এবং সুরাট ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি বলে জানা গেছে। 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সুরাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও সদর থানা যুবলীগের সদস্য আশরাফ হোসেন এবং ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সদস্য কবির হোসেন জোয়ারদারের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল।

এই বিরোধের জেরে বিকেলে সুরাট বাজার থেকে বাড়ি ফেরার পথে আশরাফ হোসেনের সমর্থক এনামুল হক এনাম সুরাট মাধ্যমিক বিদ্যালয়ের পাশে পৌঁছালে প্রতিপক্ষের সমর্থকেরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। সে সময় স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ছোয়া ইসরাইল বলেন, ‘এনামুল হকের ঘাড়, হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়াই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত