মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
সাত বছরের শিশু হুজাইফা নিখোঁজের পর বাড়ির পাশের পুকুরে জাল টেনে খোঁজাখুঁজির একপর্যায়ে ডুবুরি নামানো হয়। পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজনসহ সবখানে সন্ধান চালিয়ে অসহায়ের মতো দিন পার করছিলেন বাবা-মা। অবশেষে ৫ দিন পর সন্ধান চালানো ওই পুকুরেই ভেসে ওঠে শিশুটির লাশ।
পুলিশ বলছে, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।
আজ সোমবার বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের ঘোষপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের তজিবার মোল্লার ছেলে হুজাইফা মোল্যা (৭)।
পরিবার ও স্থানীয়রা বলছে, গত ২৪ জানুয়ারি বুধবার দুপুর ১টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু হুজাইফা। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে পুকুরে জাল টেনে সন্ধান চালায়। এরপরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালিয়েও ওই দিন বিকেল পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি। অবশেষে আজ সোমবার বিকেলে নিজ বাড়ির ওই পুকুরে তার লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। পরে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুটির মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
সাত বছরের শিশু হুজাইফা নিখোঁজের পর বাড়ির পাশের পুকুরে জাল টেনে খোঁজাখুঁজির একপর্যায়ে ডুবুরি নামানো হয়। পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজনসহ সবখানে সন্ধান চালিয়ে অসহায়ের মতো দিন পার করছিলেন বাবা-মা। অবশেষে ৫ দিন পর সন্ধান চালানো ওই পুকুরেই ভেসে ওঠে শিশুটির লাশ।
পুলিশ বলছে, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।
আজ সোমবার বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের ঘোষপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের তজিবার মোল্লার ছেলে হুজাইফা মোল্যা (৭)।
পরিবার ও স্থানীয়রা বলছে, গত ২৪ জানুয়ারি বুধবার দুপুর ১টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু হুজাইফা। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে পুকুরে জাল টেনে সন্ধান চালায়। এরপরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালিয়েও ওই দিন বিকেল পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি। অবশেষে আজ সোমবার বিকেলে নিজ বাড়ির ওই পুকুরে তার লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। পরে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুটির মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
ঢাকার আশুলিয়ার রেডিয়েন্স ফ্যাশন লিমিটেডের আমদানির করা অর্ধকোটি টাকার জিনসের কাপড় চুরি হওয়ার পর উদ্ধার করেছে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ। গাজীপুরের কোনাবাড়ী, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে এসব কাপড় জব্দ করা হয়। এ ঘটনায় মাসুম ওরফে বাবু (৩৪) নামের এক যুবককে কোনাবাড়ী থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।
১১ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ শনিবার দুপুরে ঘটনার সূত্রপাত হলেও বিকেলেও সংঘর্ষ চলছিল। এই উত্তেজনা পরে কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে চৌকা সীমান্ত পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুই বাংলাদেশি আহত হয়েছেন।
১৭ মিনিট আগেরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নির্মাণাধীন একাডেমিক ভবনের ছাদ থেকে পড়ে মো. সালাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজ পাঁচ বছরেও শেষ হয়নি। ভবনের কাজ ৬০ শতাংশ করে বন্ধ রাখার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে পাঠদানসহ বিভিন্ন কার্যক্রমে ভোগান্তিতে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
৩৯ মিনিট আগে