Ajker Patrika

পানের বরজে বিষ দেওয়ায় ৪ লাখ টাকার ক্ষতি, থানায় অভিযোগ

মোল্লারহাট (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ২৪ মার্চ ২০২২, ১৫: ৩০
পানের বরজে বিষ দেওয়ায় ৪ লাখ টাকার ক্ষতি, থানায় অভিযোগ

বাগেরহাটের মোল্লাহাটে দুষ্কৃতকারীর দেওয়া বিষে অসিত কুমার বিশ্বাস নামে এক কৃষকের পানবরজের অন্তত ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সন্দেহভাজন পাঁচজনের নামে মোল্লাহাট থানায় অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক। এর আগে গত রোববার রাতে মোল্লাহাটের মোল্লারকুল গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক অসিত কুমার বিশ্বাস বলেন, ‘গত রোববার রাতে বাড়িতে না থাকার সুযোগে আমার ৩৩ শতাংশের একমাত্র পানবরজে কে বা কারা বিষ দেয়। এতে বরজের সব পান গাছ মারা যায়। অনেক আশা নিয়ে সংসারের খাওয়া-পরা (ব্যয়) করাসহ দেনা পরিশোধ করার জন্য গত এক বছর ধরে পানের বরজ প্রস্তুত করেছিলাম। কেবল পান বিক্রি করার মতো হয়েছিল। এমতাবস্থায় পরিকল্পিতভাবে আমার সর্বনাশ করা হয়েছে। এই বরজ প্রস্তুতকালে একটি পক্ষ বাধা দিয়েছিল। এ ছাড়া এই গ্রামের কুমুদ চন্দ্র খাঁ আমার স্ত্রীকে বারবার কুপ্রস্তাব দিয়ে ব্যর্থ হয়। এরা ছাড়া ক্ষতি করার মতো আর কেউ নেই। এরাই আমার পানের বরজে বিষ দিয়েছে বলে সন্দেহ করছি।’ 

অসিত কুমার বিশ্বাসের স্ত্রী বলেন, ‘প্রায় আড়াই মাস দেনার দায়ে আমার স্বামী জেলহাজতে ছিলেন। এই সুযোগে একই এলাকার কুমুদ চন্দ্র খাঁ আমাকে কুপ্রস্তাব দেওয়াসহ সকল প্রকার সাহায্য করতে চান। আমি তাঁর প্রস্তাবে রাজি না হয়ে সাবধানে থাকি। এর পরও তিনি বিভিন্ন অজুহাতে আমার বাড়িতে এসে উত্ত্যক্ত করতেন। ফলে তাঁর ভয়ে ও সম্মান রক্ষার জন্য আমি স্বামীর বাড়ি ছেড়ে আমার বাবার বাড়িতে ছিলাম। এরপর আমার স্বামীর জামিনের পর বাড়ি ফিরে আসি।’ 

অসিত কুমার বিশ্বাসের স্ত্রী আরও বলেন, ‘আমি নিশ্চিত যে কুমুদ চন্দ্র খাঁ আমাদের চরম অভাবের মধ্যে ফেলার জন্য এই সর্বনাশ ঘটিয়েছে, যাতে বাধ্য হয়ে তাঁর সাহায্য নিতে হয় এবং তিনি অসৎ উদ্দেশ্যে সফল হন। আমি এর দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।’ 

এ বিষয়ে কুমুদ চন্দ্র খাঁ মোবাইলে বলেন, ‘তাঁদের সঙ্গে (ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার) আমার ভালো সম্পর্ক রয়েছে। গ্রামের লোকজনের কাছ থেকে সেটি আপনারা জানতে পারবেন।’ এরপর ব্যস্ততার অজুহাতে মোবাইল কেটে দেন তিনি।

থানার তদন্ত কর্মকর্তা এসআই মিলন বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তরা বিষ প্রয়োগকারীকে চোখে দেখেন নাই, সেহেতু বিষয়টি জটিল। তদন্ত করে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত