যশোর প্রতিনিধি
তীব্র শীতের কারণে আগামীকাল মঙ্গলবার যশোরের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক শূন্য ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল তাপমাত্রা একই থাকবে। এ অবস্থায় জেলার সব মাধ্যমিক বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট শিক্ষা বিভাগ। জেলা শিক্ষা কর্মকর্তা মো. মাহফুজুল হোসেনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা শিক্ষা কর্মকর্তা মো. মাহফুজুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিরূপ আবহাওয়ার কারণে মঙ্গলবার জেলার সব মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
জেলা শিক্ষা কর্মকর্তার অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, যশোর জেলায় তীব্র শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে প্রাপ্ত তথ্যমতে, চলমান এ শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। যশোর জেলার দিনের তাপমাত্রা আজ সোমবার ৯ দশমিক শূন্য ৮ ডিগ্রি সেলসিয়াস এবং আগামীকাল দিনের তাপমাত্রা একই রকম থাকতে পারে। এ পরিপ্রেক্ষিতে ২৩ জানুয়ারি জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার তথ্য নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্যদিকে, শীতের কারণে জেলার সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলেও প্রাথমিক বিদ্যালয় খোলা থাকছে বলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন জানিয়েছেন। তিনি বলেন, ‘জেলায় সর্বনিম্ন ৯, সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকলে প্রাথমিকের স্কুল বন্ধের নির্দেশনা রয়েছে আমাদের। এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস শুরুর সময় পরিবর্তন করা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, ক্লাস শুরু হবে সকাল ১০টায়। আশা করি সমস্যা হবে না।’
যশোর বিমানবন্দর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, যশোরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক শূন্য ৮ ডিগ্রি সেলসিয়াস। এ মৌসুমে এটাই এই জেলাটিতে সর্বনিম্ন তাপমাত্রা। এ ছাড়া বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ। দুপুরের পর সূর্য উঠলেও প্রখরতা খুব বেশি একটা দেখা যায়নি। সঙ্গে হিমেল বাতাসের প্রভাব আরও নাজেহাল করে তোলে মানুষকে। শীতের এমন অবস্থার মধ্যে সরকারি নির্দেশনা থাকলেও আজ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকে। সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক দিনের মতো ক্লাস-পরীক্ষা নেওয়া হয়েছে। তবে উপস্থিতির অর্ধেকে নেমেছে বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে আগামীকাল শীতের কারণে যশোরে মাধ্যমিকের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করল সংশ্লিষ্ট শিক্ষা বিভাগ।
তীব্র শীতের কারণে আগামীকাল মঙ্গলবার যশোরের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক শূন্য ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল তাপমাত্রা একই থাকবে। এ অবস্থায় জেলার সব মাধ্যমিক বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট শিক্ষা বিভাগ। জেলা শিক্ষা কর্মকর্তা মো. মাহফুজুল হোসেনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা শিক্ষা কর্মকর্তা মো. মাহফুজুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিরূপ আবহাওয়ার কারণে মঙ্গলবার জেলার সব মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
জেলা শিক্ষা কর্মকর্তার অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, যশোর জেলায় তীব্র শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে প্রাপ্ত তথ্যমতে, চলমান এ শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। যশোর জেলার দিনের তাপমাত্রা আজ সোমবার ৯ দশমিক শূন্য ৮ ডিগ্রি সেলসিয়াস এবং আগামীকাল দিনের তাপমাত্রা একই রকম থাকতে পারে। এ পরিপ্রেক্ষিতে ২৩ জানুয়ারি জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার তথ্য নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্যদিকে, শীতের কারণে জেলার সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলেও প্রাথমিক বিদ্যালয় খোলা থাকছে বলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন জানিয়েছেন। তিনি বলেন, ‘জেলায় সর্বনিম্ন ৯, সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকলে প্রাথমিকের স্কুল বন্ধের নির্দেশনা রয়েছে আমাদের। এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস শুরুর সময় পরিবর্তন করা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, ক্লাস শুরু হবে সকাল ১০টায়। আশা করি সমস্যা হবে না।’
যশোর বিমানবন্দর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, যশোরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক শূন্য ৮ ডিগ্রি সেলসিয়াস। এ মৌসুমে এটাই এই জেলাটিতে সর্বনিম্ন তাপমাত্রা। এ ছাড়া বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ। দুপুরের পর সূর্য উঠলেও প্রখরতা খুব বেশি একটা দেখা যায়নি। সঙ্গে হিমেল বাতাসের প্রভাব আরও নাজেহাল করে তোলে মানুষকে। শীতের এমন অবস্থার মধ্যে সরকারি নির্দেশনা থাকলেও আজ জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকে। সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক দিনের মতো ক্লাস-পরীক্ষা নেওয়া হয়েছে। তবে উপস্থিতির অর্ধেকে নেমেছে বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে আগামীকাল শীতের কারণে যশোরে মাধ্যমিকের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করল সংশ্লিষ্ট শিক্ষা বিভাগ।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৮ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৮ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৯ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১০ ঘণ্টা আগে