Ajker Patrika

যশোরে তিনটি আগ্নেয়াস্ত্রসহ ২ চরমপন্থী গ্রেপ্তার

যশোর প্রতিনিধি
যশোরে তিনটি আগ্নেয়াস্ত্রসহ ২ চরমপন্থী গ্রেপ্তার

যশোরের শার্শায় তিনটি আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড গুলিসহ দুই চরমপন্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে উপজেলার সীমান্তবর্তী ধান্যখোলা গ্রামে তাঁদেরকে গ্রেপ্তারের ঘটনা ঘটে। 

আজ দুপুরে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন দুই চরমপন্থীকে গ্রেপ্তারের বিষয়টি জানান। 

গ্রেপ্তার দুই চরমপন্থী হলেন ধান্যখোলা উত্তরপাড়া এলাকার নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্য আতিয়ার রহমান (৩০) ও ধান্যখোলা দক্ষিণপাড়ার এলাকার পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সদস্য মহিদুল ইসলাম (৪০)। 

অতিরিক্ত পুলিশ সুপার বেলাল জানান, সম্প্রতি যশোরের অভয়নগর, মনিরামপুর ও খুলনার বিভিন্ন অঞ্চলে চরমপন্থী সংগঠন নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টি ও পূর্ব বাংলার কমিউনিস্ট 
পার্টি শ্রেণিশত্রু খতমের নামে আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কার্যক্রম চাঁদাবাজির জন্য কয়েকটি হত্যাকাণ্ড ঘটায়। ঘটনাগুলো পর্যবেক্ষণ করে যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও হত্যার কাজে ব্যবহৃত অস্ত্র-গুলি সরবরাহকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি) নির্দেশ দেন। 

জেলা গোয়েন্দা শাখার ওসি রুপন কুমার সরকারের তত্ত্বাবধানে ডিবির উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম, এসআই শফি আহমেদ রিয়েল ও এসআই রঞ্জন কুমার বসু ফোর্স নিয়ে আজ ভোরে শার্শার বেনাপোল পোর্ট থানাধীন ধান্যখোলা গ্রামে অভিযান চালান। এ সময় সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র সরবরাহকারী এবং চরমপন্থী দলের সদস্য আতিয়ার ও মহিদুলকে গ্রেপ্তার করা হয়। মহিদুলের ঘর থেকে একটি রিভলবার, দুটি ওয়ানশ্যুটার গান, ছয় রাউন্ড গুলি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার বেলাল জানান। 

গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তাঁদের ব্যবহৃত মোবাইল ফোন পর্যালোচনার পর অতিরিক্ত পুলিশ সুপার বেলাল জানান, চরমপন্থী সংগঠন নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা দিপঙ্কর বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র-গুলি সরবরাহ করে চরমপন্থী সংগঠনের সন্ত্রাসী কার্যক্রম ও মানুষ হত্যার পরিকল্পনা করেন। অস্ত্র-গুলিসহ চরমপন্থী সদস্য গ্রেপ্তারের ঘটনায় বেনাপোল বন্দর থানায় এজাহার দাখিল করা হয়েছে। সংগঠনের অন্য সদস্যদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত