চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলামকে (৩৬) রাজনৈতিক বিরোধের জেরে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আজ বুধবার বিকেল ৪টায় সদর উপজেলার ভালাইপুর মোড়ে জহুরুলের ওপর তার ব্যবসা প্রতিষ্ঠানেই হামলা চালায় জেলা যুবদলের জয়েন্ট সেক্রেটারি আব্দুস সালাম বিপ্লবের নেতৃত্বাধীন একটি গ্রুপ।
এ ছাড়া ঘটনার সময় জখম হন স্থানীয় ট্রাক্টর চালক সাব্বির হোসেন। হামলার পরপরই ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জখম গুরুতর হওয়ায় তাৎক্ষণিক চিকিৎসা শেষেই জহুরুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। জহুরুল ইসলাম ইউনিয়নের ঝোড়াঘাটা গ্রামের এলাহী বক্সের ছেলে।
জহরুলের ছেলে জারিফ হাসান অভিযোগ করেন, কয়েক দিন ধরেই রাজনৈতিক একটি বিরোধ চলছিল সিজার ও বিপ্লব গ্রুপের লোকজনের সঙ্গে। এই বিরোধের জেরেই বিপ্লবের নেতৃত্বে ২০-২৫ জন বাবার দোকানে এসে তার ওপর হামলা চালায়। তার মাথা ও পায়ে দা দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে।
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, ‘জহুরুলের মাথায় ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার পায়ের হার ভাঙাসহ শিরা-উপশিরা ক্ষতিগ্রস্ত হয়েছে। উন্নত চিকিৎসার প্রয়োজনে সার্জারি কনসালট্যান্ট তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সন্ধ্যায় পরিবারের সদস্যা তাকে নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে সদর হাসপাতাল ত্যাগ করে।’
জেলা যুবদলের জয়েন্ট সেক্রেটারি আব্দুস সালাম বিপ্লবের মোবাইল ফোনে একাধিকবার কল করেও ফোনটি বন্ধ পাওয়া যায়। সে জন্য তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জহুরুল ইসলাম ও বিপ্লব গ্রুপের মধ্যে রাজনৈতিক প্রভাব বিস্তার ও পূর্ব বিরোধ চলে আসছিল। এরই জেরে এ হামলার ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। হামলাকারীদের আটকের অভিযান চালানো হচ্ছে।
চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলামকে (৩৬) রাজনৈতিক বিরোধের জেরে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আজ বুধবার বিকেল ৪টায় সদর উপজেলার ভালাইপুর মোড়ে জহুরুলের ওপর তার ব্যবসা প্রতিষ্ঠানেই হামলা চালায় জেলা যুবদলের জয়েন্ট সেক্রেটারি আব্দুস সালাম বিপ্লবের নেতৃত্বাধীন একটি গ্রুপ।
এ ছাড়া ঘটনার সময় জখম হন স্থানীয় ট্রাক্টর চালক সাব্বির হোসেন। হামলার পরপরই ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জখম গুরুতর হওয়ায় তাৎক্ষণিক চিকিৎসা শেষেই জহুরুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। জহুরুল ইসলাম ইউনিয়নের ঝোড়াঘাটা গ্রামের এলাহী বক্সের ছেলে।
জহরুলের ছেলে জারিফ হাসান অভিযোগ করেন, কয়েক দিন ধরেই রাজনৈতিক একটি বিরোধ চলছিল সিজার ও বিপ্লব গ্রুপের লোকজনের সঙ্গে। এই বিরোধের জেরেই বিপ্লবের নেতৃত্বে ২০-২৫ জন বাবার দোকানে এসে তার ওপর হামলা চালায়। তার মাথা ও পায়ে দা দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে।
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, ‘জহুরুলের মাথায় ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার পায়ের হার ভাঙাসহ শিরা-উপশিরা ক্ষতিগ্রস্ত হয়েছে। উন্নত চিকিৎসার প্রয়োজনে সার্জারি কনসালট্যান্ট তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সন্ধ্যায় পরিবারের সদস্যা তাকে নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে সদর হাসপাতাল ত্যাগ করে।’
জেলা যুবদলের জয়েন্ট সেক্রেটারি আব্দুস সালাম বিপ্লবের মোবাইল ফোনে একাধিকবার কল করেও ফোনটি বন্ধ পাওয়া যায়। সে জন্য তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জহুরুল ইসলাম ও বিপ্লব গ্রুপের মধ্যে রাজনৈতিক প্রভাব বিস্তার ও পূর্ব বিরোধ চলে আসছিল। এরই জেরে এ হামলার ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। হামলাকারীদের আটকের অভিযান চালানো হচ্ছে।
বগুড়ায় গণগত্যাসহ ১২ মামলার আসামি বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক ও তাঁর স্ত্রী লিপি আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার রাত ৮টার দিকে ঢাকার মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৯ মিনিট আগেদিনাজপুরের খানসামা উপজেলায় একই রশিতে মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ সদস্যরা। নিহতের বাবার পরিবারের দাবি, পরিকল্পিত ভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। তবে শশুরবাড়ির লোকজন আত্মহত্যায় মৃত্যুর কথা বলছেন। তবে নিহতের শয়নকক্ষে একটি চিঠি পাওয়া গেছে সেখানে লেখা ছিল, ‘আমার মৃত্যুতে কেউ দায়ী
৩৫ মিনিট আগেদেশের প্রথম পরমাণুনির্ভর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের অবকাঠামো নির্মাণ ও যন্ত্রাংশ স্থাপনের কাজ শেষ হয়েছে। প্রথম ইউনিটের চূড়ান্ত বিদ্যুৎ উৎপাদন শুরু করতে প্রকল্পের কর্মীরা পরীক্ষা কার্যক্রম শুরু করেছেন
৩৯ মিনিট আগেবগুড়ার শিবগঞ্জে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে আদালতে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের এক এসআইয়ের বিরুদ্ধে। এ নিয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ওই এসআইয়ের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন রাকিবুল হাসান নামের এক কলেজছাত্র
১ ঘণ্টা আগে