মাগুরা প্রতিনিধি
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের অদূরের একটি শহর চেঙ্গাং মাই। সেখান থেকে বাইসাইকেল চালিয়ে হজ করার উদ্দেশে ঘর ছেড়েছেন আব্দুস সালাম। কিন্তু ব্যাংকক থেকে মিয়ানমারের ঢোকার অনুমতি না পেয়ে বিমানে ঢাকায় নেমেছেন বাইসাইকেল নিয়ে।
ঢাকা থেকে গতকাল শনিবার রাতে মাগুরা জেলা শহরের পারনান্দুয়ালী পৌঁছান তিনি। এ সময় কথা হয় ৬৪ বছর বয়সী ধাই নাগরিক আব্দুস সালামের সঙ্গে।
কিছুটা ইংরেজিতে কথা বলতে পারেন আব্দুস সালাম। আজকের পত্রিকাকে তিনি জানান, ছোটবেলা থেকে তাঁর বাইসাইকেল চালানো শখ। নিজ দেশে তিনি বহুবার ঘুরে বেরিয়েছেন নানা জায়গাতে। গত তিন বছর আগে থেকে পরিকল্পনা করেন বাইসাইকেল চালিয়ে হজ করতে যাবেন। এরপর বাড়ি থেকে বের হন এ মাসের ১৫ জানুয়ারিতে। পরের দিন ব্যাংকক পৌঁছে জানলেন মিয়ানমারে নানা জটিলতায় ঢুকতে পারবেন না। তাই প্লেনে করে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছান তিনি। সেখানে থেকে বাইসাইকেল চালিয়ে পাটুরিয়ার ফেরি ঘাট হয়ে শনিবার পৌঁছান মাগুরা জেলায়। কিন্তু সন্ধ্যা নামায় শনিবার সন্ধ্যায় শহরের পারনান্দুয়ালী এলাকার বেপারী পাড়া মসজিদে আসেন। এরপর স্থানীয়রা তাঁকে রাতে থাকার ব্যবস্থা করেন।
আব্দুস সালাম জানান, তিনি তাঁর এলাকায় একটি প্রাইমারি স্কুলের শিক্ষক। তবে অবসরপ্রাপ্ত হওয়ার পর বাইসাইকেল চালিয়ে হজ করতে যাওয়ার পরিকল্পনা করেন। তাঁর স্ত্রীও শিক্ষক। কোনো সন্তান না থাকায় দুজনের জীবন অনেকটা নিজেদের মতো করে কাটাচ্ছেন তাঁরা।
থাই এই নাগরিক জানান, পথ চেনার জন্য তিনি গুগল ম্যাপকে কাজে লাগাচ্ছেন। মাগুরা থেকে যশোর গিয়ে তিনি বেনাপোল সীমান্ত বন্দরে যাবেন। সেখানে থেকে ভারতে ঢোকার অনুমতি পেলে রোববারেই ভারত থেকে দিল্লির দিকে যাবেন বাইসাইকেলে। তাঁর ইচ্ছা ভারত থেকে কাশ্মীর হয়ে পাকিস্তান যাবেন। এরপর ইয়েমেন থেকে ইরান সীমান্ত হয়ে সৌদি আরবে ঢুকবেন। সৌদি যেতে অন্তত ৬ মাস লাগতে পারে বলে জানান তিনি।
পারনান্দুয়ালী এলাকার ইমরান হোসেন জানান, আজ রোববার ফজরের নামাজ মসজিদে পড়েন এই থাই নাগরিক। এরপর বিদায় দিতে গ্রামের অনেকে জড়ো হন।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের অদূরের একটি শহর চেঙ্গাং মাই। সেখান থেকে বাইসাইকেল চালিয়ে হজ করার উদ্দেশে ঘর ছেড়েছেন আব্দুস সালাম। কিন্তু ব্যাংকক থেকে মিয়ানমারের ঢোকার অনুমতি না পেয়ে বিমানে ঢাকায় নেমেছেন বাইসাইকেল নিয়ে।
ঢাকা থেকে গতকাল শনিবার রাতে মাগুরা জেলা শহরের পারনান্দুয়ালী পৌঁছান তিনি। এ সময় কথা হয় ৬৪ বছর বয়সী ধাই নাগরিক আব্দুস সালামের সঙ্গে।
কিছুটা ইংরেজিতে কথা বলতে পারেন আব্দুস সালাম। আজকের পত্রিকাকে তিনি জানান, ছোটবেলা থেকে তাঁর বাইসাইকেল চালানো শখ। নিজ দেশে তিনি বহুবার ঘুরে বেরিয়েছেন নানা জায়গাতে। গত তিন বছর আগে থেকে পরিকল্পনা করেন বাইসাইকেল চালিয়ে হজ করতে যাবেন। এরপর বাড়ি থেকে বের হন এ মাসের ১৫ জানুয়ারিতে। পরের দিন ব্যাংকক পৌঁছে জানলেন মিয়ানমারে নানা জটিলতায় ঢুকতে পারবেন না। তাই প্লেনে করে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছান তিনি। সেখানে থেকে বাইসাইকেল চালিয়ে পাটুরিয়ার ফেরি ঘাট হয়ে শনিবার পৌঁছান মাগুরা জেলায়। কিন্তু সন্ধ্যা নামায় শনিবার সন্ধ্যায় শহরের পারনান্দুয়ালী এলাকার বেপারী পাড়া মসজিদে আসেন। এরপর স্থানীয়রা তাঁকে রাতে থাকার ব্যবস্থা করেন।
আব্দুস সালাম জানান, তিনি তাঁর এলাকায় একটি প্রাইমারি স্কুলের শিক্ষক। তবে অবসরপ্রাপ্ত হওয়ার পর বাইসাইকেল চালিয়ে হজ করতে যাওয়ার পরিকল্পনা করেন। তাঁর স্ত্রীও শিক্ষক। কোনো সন্তান না থাকায় দুজনের জীবন অনেকটা নিজেদের মতো করে কাটাচ্ছেন তাঁরা।
থাই এই নাগরিক জানান, পথ চেনার জন্য তিনি গুগল ম্যাপকে কাজে লাগাচ্ছেন। মাগুরা থেকে যশোর গিয়ে তিনি বেনাপোল সীমান্ত বন্দরে যাবেন। সেখানে থেকে ভারতে ঢোকার অনুমতি পেলে রোববারেই ভারত থেকে দিল্লির দিকে যাবেন বাইসাইকেলে। তাঁর ইচ্ছা ভারত থেকে কাশ্মীর হয়ে পাকিস্তান যাবেন। এরপর ইয়েমেন থেকে ইরান সীমান্ত হয়ে সৌদি আরবে ঢুকবেন। সৌদি যেতে অন্তত ৬ মাস লাগতে পারে বলে জানান তিনি।
পারনান্দুয়ালী এলাকার ইমরান হোসেন জানান, আজ রোববার ফজরের নামাজ মসজিদে পড়েন এই থাই নাগরিক। এরপর বিদায় দিতে গ্রামের অনেকে জড়ো হন।
অভাব আর শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হয়েও রহিমা আরা দোলা স্বপ্ন দেখতেন ভালোভাবে বেঁচে থাকার। কিন্তু সড়ক দুর্ঘটনায় সন্তান হারানোর পর বেঁচে থাকার সেই ইচ্ছেটাও মরে যায়। তিনবার আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হন। সেই মনোবল হারানো দোলা আজ অনেক নারীর অনুপ্রেরণা। তিনটি জামার ডিজাইন করে ২০ হাজার টাকা নিয়ে ব্যব
৪৩ মিনিট আগেছোট্ট দোকান। দোকানের সামনে কোনো সাইনবোর্ড নেই। দোকানটিতে পাওয়া যায় শুধু জিলাপি আর নিমকি। প্রতিবছর রোজার দিনে দুপুরের পর থেকে রাজশাহী নগরের বাটার মোড়ের এই দোকানে জিলাপি কিনতে ক্রেতাদের ভিড় লেগে যায়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
৪৩ মিনিট আগেমাছির সংক্রমণ থেকে ফলসহ নানান সবজি রক্ষায় নতুন একটি পদ্ধতি এনেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কীটতত্ত্ববিদ ও গবেষক অধ্যাপক মোহাম্মদ আবুল মঞ্জুর খান। দেশে প্রচলিত ট্র্যাপের মধ্যে সাধারণত লিউর ও সাবান-পানি ব্যবহৃত হয়, যার কার্যকারিতা বজায় রাখতে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। কৃষকেরা এটি
৪৩ মিনিট আগেবর্ষা মৌসুমে বিলে থই থই পানি। তখন পাড়ি দিতে হয় নৌকায়। এরপর হেঁটে কাদা-পানি মাড়িয়ে চলাচল কিছুদিন। আর খরা মৌসুমে বিলের মাঝখানে জেগে ওঠা ভাঙাচোরা রাস্তা। এভাবেই দুর্ভোগ সঙ্গে নিয়ে বছরের পর বছর চলাচল করছেন নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের অন্তত ১৫ গ্রামের মানুষ।
১ ঘণ্টা আগে