ঝিনাইদহে ট্রাকের পেছনে মিনি ট্রাকের ধাক্কা, নিহত ২

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১২: ২৭
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১২: ৩২

ঝিনাইদহের সাধুহাটি মোড়ে ট্রাকের পেছনে মিনি ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও একজন। আজ মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার পুলিশ সার্জেন্ট ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন ফরিদপুর জেলার সালথা উপজেলার বড় কাউনিয়া গ্রামের বাসিন্দা আনিছুর রহমান (৬৫) এবং একই উপজেলার ভাওয়াল গ্রামের ফারুখ মাতুব্বর (৪৫)। দুর্ঘটনায় আহত ভাওয়াল গ্রামের মতিয়ার রহমানকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা যায়, সকালে মিনি ট্রাকে চেপে ফরিদপুর থেকে ঝিনাইদহ হয়ে মেহেরপুর যাচ্ছিলেন চালকসহ চার ব্যক্তি। ফরিদপুর জেলার শাওতাল এলাকা থেকে কলা কিনতে মেহেরপুর যাচ্ছিলেন তাঁরা। ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটি নামক স্থানে পৌঁছালে স্পিডব্রেকার অতিক্রম করে সামনের দিকে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং একজন আহত হন। তবে মিনি ট্রাকের চালক পালিয়ে গেছেন।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান বলেন, ‘আহত ব্যক্তিকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’

আরাপপুর হাইওয়ে থানার সার্জেন্ট ফয়সাল আহমেদ বলেন, ‘লাশগুলো ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে রাখা রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত