যশোর প্রতিনিধি
আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে যশোরে বিএনপির কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতা কর্মীরা।
আজ বুধবার বিকেলে শহরের লালদীঘিস্থ দলীয় কার্যালয় এলাকায় ঘটনাটি ঘটে। পরে মুখে কালো কাপড় বেঁধে লালদীঘি চত্বরেই মৌনমিছিল করেন নেতা কর্মীরা।
জেলা বিএনপি আয়োজিত কর্মসূচিতে বিএনপির নেতা-কর্মী ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পুলিশ ও বিএনপি নেতাদের মুখোমুখি অবস্থানে শহরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। তবে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
বিএনপির নেতা কর্মীদের অভিযোগ, আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে শহরে কালো পতাকা মিছিলের আয়োজন করেছিল যশোর জেলা বিএনপি। কর্মসূচি উপলক্ষে দুপুর থেকে শহরের লালদীঘিস্থ দলীয় কার্যালয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। নেতাকর্মীদের আসার আগে থেকে লালদীঘির চারিপাশে পুলিশ অবস্থান নেয়। পুলিশ নেতা-কর্মীদের দলীয় কার্যালয়ে প্রবেশে বাধা দেয়। অনেকেই জোর করে দলীয় কার্যালয় চত্বরে প্রবেশ করেন। বিকেল ৪টার দিকে নেতা কর্মীরা মুখে কালো পতাকা বেঁধে দলীয় কার্যালয় চত্বর থেকে মিছিল শুরু করার সময়ও পুলিশ বাধা দেয়। পুলিশের বাধার মধ্যে দলীয় নেতারা সংক্ষিপ্তভাবে লালদীঘি চত্বরেই মৌন মিছিল করে। এসময় উত্তপ্ত অবস্থার সৃষ্টি হয়।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্যসচিব সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু, মারুফুল ইসলাম প্রমুখ।
এই বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব সাবেরুল হক সাবু আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচির আয়োজন করে থাকি। কিন্তু পুলিশ প্রশাসন বারবার আমাদের কর্মসূচিতে বাধা দেয়।’
আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে কালোপতাকার মিছিলেও পুলিশ বাধা দেয়। গোটা লালদীঘি এলাকা দুপুর থেকে পুলিশ নিয়ন্ত্রণ নেয়। মিছিল নিয়ে আসলে নেতাকর্মীদের পুলিশ প্রবেশে বাধা দেয়। তিনি বলেন, দেশে যে গণতন্ত্র নেই; এটাই তার প্রমাণ।
যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘কর্মসূচি পালনের জন্য বিএনপির অনুমতি দেবে তো জেলা ম্যাজিস্ট্রেট। তবে আমাদের কাছে অনুমতির কপি আসেনি। তার পরেও তারা কর্মসূচি পালন করেছে। এতে কোনো বাধা দেওয়া হয়নি।’
আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে যশোরে বিএনপির কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতা কর্মীরা।
আজ বুধবার বিকেলে শহরের লালদীঘিস্থ দলীয় কার্যালয় এলাকায় ঘটনাটি ঘটে। পরে মুখে কালো কাপড় বেঁধে লালদীঘি চত্বরেই মৌনমিছিল করেন নেতা কর্মীরা।
জেলা বিএনপি আয়োজিত কর্মসূচিতে বিএনপির নেতা-কর্মী ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পুলিশ ও বিএনপি নেতাদের মুখোমুখি অবস্থানে শহরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। তবে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
বিএনপির নেতা কর্মীদের অভিযোগ, আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে শহরে কালো পতাকা মিছিলের আয়োজন করেছিল যশোর জেলা বিএনপি। কর্মসূচি উপলক্ষে দুপুর থেকে শহরের লালদীঘিস্থ দলীয় কার্যালয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। নেতাকর্মীদের আসার আগে থেকে লালদীঘির চারিপাশে পুলিশ অবস্থান নেয়। পুলিশ নেতা-কর্মীদের দলীয় কার্যালয়ে প্রবেশে বাধা দেয়। অনেকেই জোর করে দলীয় কার্যালয় চত্বরে প্রবেশ করেন। বিকেল ৪টার দিকে নেতা কর্মীরা মুখে কালো পতাকা বেঁধে দলীয় কার্যালয় চত্বর থেকে মিছিল শুরু করার সময়ও পুলিশ বাধা দেয়। পুলিশের বাধার মধ্যে দলীয় নেতারা সংক্ষিপ্তভাবে লালদীঘি চত্বরেই মৌন মিছিল করে। এসময় উত্তপ্ত অবস্থার সৃষ্টি হয়।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্যসচিব সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু, মারুফুল ইসলাম প্রমুখ।
এই বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব সাবেরুল হক সাবু আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচির আয়োজন করে থাকি। কিন্তু পুলিশ প্রশাসন বারবার আমাদের কর্মসূচিতে বাধা দেয়।’
আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে কালোপতাকার মিছিলেও পুলিশ বাধা দেয়। গোটা লালদীঘি এলাকা দুপুর থেকে পুলিশ নিয়ন্ত্রণ নেয়। মিছিল নিয়ে আসলে নেতাকর্মীদের পুলিশ প্রবেশে বাধা দেয়। তিনি বলেন, দেশে যে গণতন্ত্র নেই; এটাই তার প্রমাণ।
যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘কর্মসূচি পালনের জন্য বিএনপির অনুমতি দেবে তো জেলা ম্যাজিস্ট্রেট। তবে আমাদের কাছে অনুমতির কপি আসেনি। তার পরেও তারা কর্মসূচি পালন করেছে। এতে কোনো বাধা দেওয়া হয়নি।’
১০ দিনের মাথায় ওএসডি হলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান অধ্যাপক ড. খোন্দকার কামাল হাসান। আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। একই সঙ্গে তাঁকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করার কথা উ
২৯ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানে আবাসিক ভাতা প্রদানের বিষয়ে পরবর্তী বাজেটে অন্তর্ভুক্তির জন্য বিস্তারিত প্রস্তাবনা প্রস্তুত করার নিমিত্তে একটি কমিটি গঠন করেছে প্রশাসন। আগামী বাজেটে বিষয়টি অন্তর্ভুক্তির লক্ষ্যে কমিটি সার্বিক পরিকল্পনা প্রণয়ন করবে। আজ রোববার উপাচার্যের
১ ঘণ্টা আগেছাত্র আন্দোলনে হামলার অভিযোগে রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন অমিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার নগরীর চন্দ্রিমা থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে জামায়াত নেতার আলমসাধু ভর্তি মাছ লুট করে বিক্রির অভিযোগ উঠেছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যের ঘেরের মাছ মনে করে লুট করা হয় বলে জানা গেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২ ঘণ্টা আগে