যশোর প্রতিনিধি
নড়াইলে ধানখেতে বিমানবাহিনীর জরুরি প্রশিক্ষণ বিমান অবতরণ করেছে। আজ বুধবার বেলা ২টা ৪৪ মিনিটের দিকে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি মধ্যপাড়ায় বিলে ধানখেতে বিমানটি অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক সাইদুর রহমান। এর আগে প্রশিক্ষণ বিমানটি বেলা ১টা ৩৪ মিনিটে যশোর বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিমানের স্কোয়াড্রন লিডার মাহফুজ, স্কোয়াড্রন লিডার নাদিম বিমানটি পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এ ঘটনায় কারও কোনো ধরনের ক্ষতি হয়নি বলেও জানা গেছে। বিমানের কী ধরনের ত্রুটি হয়েছিল সেটি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ও বিমানবাহিনীর অন্য সদস্যরা ঘটনাস্থলে রয়েছে।
যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রশিক্ষণ বিমানটি বেলা ১টা ৩৪ মিনিটে যশোর বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। কারিগরি ত্রুটির কারণে যশোর বিমানবন্দর থেকে ১৮ কিলোমিটার দূরের নড়াইলের একটি ধানখেতে বেলা ২টা ৪৪ মিনিটের দিকে অবতরণ করে। পরে খবর পেয়ে বাংলাদেশ বিমানের একটি হেলিকপ্টার এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়। একই সঙ্গে প্রশিক্ষণ বিমানটিও উদ্ধারের প্রক্রিয়া চলছে।’
এদিকে বিমান অবতরণ করায় এলাকার শত শত উৎসুক জনতা সেখানে ভিড় জমিয়েছে।
নড়াইলে ধানখেতে বিমানবাহিনীর জরুরি প্রশিক্ষণ বিমান অবতরণ করেছে। আজ বুধবার বেলা ২টা ৪৪ মিনিটের দিকে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি মধ্যপাড়ায় বিলে ধানখেতে বিমানটি অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক সাইদুর রহমান। এর আগে প্রশিক্ষণ বিমানটি বেলা ১টা ৩৪ মিনিটে যশোর বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিমানের স্কোয়াড্রন লিডার মাহফুজ, স্কোয়াড্রন লিডার নাদিম বিমানটি পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এ ঘটনায় কারও কোনো ধরনের ক্ষতি হয়নি বলেও জানা গেছে। বিমানের কী ধরনের ত্রুটি হয়েছিল সেটি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ও বিমানবাহিনীর অন্য সদস্যরা ঘটনাস্থলে রয়েছে।
যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রশিক্ষণ বিমানটি বেলা ১টা ৩৪ মিনিটে যশোর বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। কারিগরি ত্রুটির কারণে যশোর বিমানবন্দর থেকে ১৮ কিলোমিটার দূরের নড়াইলের একটি ধানখেতে বেলা ২টা ৪৪ মিনিটের দিকে অবতরণ করে। পরে খবর পেয়ে বাংলাদেশ বিমানের একটি হেলিকপ্টার এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়। একই সঙ্গে প্রশিক্ষণ বিমানটিও উদ্ধারের প্রক্রিয়া চলছে।’
এদিকে বিমান অবতরণ করায় এলাকার শত শত উৎসুক জনতা সেখানে ভিড় জমিয়েছে।
থানচিতে কারবারি হেডম্যানের মাধ্যমে পাহাড়িদের বিয়ে নিবন্ধন চলতি মার্চ থেকে শুরু হবে। এ জন্য প্রতিটি কারবারি হেডম্যানের হাতে নিবন্ধন বই দেওয়া হয়েছে। আজ রোববার উপজেলা পরিষদের হলরুমে হেডম্যান কারবারি কল্যাণ পরিষদের মিলন মেলা ও প্রথাগতবিষয়ক আলোচনা সভায় এসব কথা জানানো হয়।
১৪ মিনিট আগেমাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, স্থানীয় বাসিন্দারা কীর্তিনাশা নদীতে এক ব্যক্তির লাশ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতির সময় গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় ত
২১ মিনিট আগেআওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, স্ত্রী সাঈদা হক, মেয়ে সুমাইয়া হোসেনের নামের থাকা ৪৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের (ফ্রিজ) নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার (২ মার্চ) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
২৭ মিনিট আগেচুয়াডাঙ্গা শহর থেকে দিনদুপুরে চুরি হওয়া দুটি মোটরসাইকেল দুই দিনেও উদ্ধার না হওয়ায় পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। আজ রোববার বিকেল ৪টার দিকে মোটরসাইকেল খোয়া যাওয়া দুই ভুক্তভোগীর সঙ্গে তাঁদের বন্ধু ও বৈষম্যবিরোধী
১ ঘণ্টা আগে