নড়াইলে ধানখেতে প্রশিক্ষণ বিমান, অক্ষত ২ পাইলট

যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ১৭: ৫৯
আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ১৯: ৪১

নড়াইলে ধানখেতে বিমানবাহিনীর জরুরি প্রশিক্ষণ বিমান অবতরণ করেছে। আজ বুধবার বেলা ২টা ৪৪ মিনিটের দিকে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি মধ্যপাড়ায় বিলে ধানখেতে বিমানটি অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক সাইদুর রহমান। এর আগে প্রশিক্ষণ বিমানটি বেলা ১টা ৩৪ মিনিটে যশোর বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিমানের স্কোয়াড্রন লিডার মাহফুজ, স্কোয়াড্রন লিডার নাদিম বিমানটি পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এ ঘটনায় কারও কোনো ধরনের ক্ষতি হয়নি বলেও জানা গেছে। বিমানের কী ধরনের ত্রুটি হয়েছিল সেটি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ও বিমানবাহিনীর অন্য সদস্যরা ঘটনাস্থলে রয়েছে।

যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রশিক্ষণ বিমানটি বেলা ১টা ৩৪ মিনিটে যশোর বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। কারিগরি ত্রুটির কারণে যশোর বিমানবন্দর থেকে ১৮ কিলোমিটার দূরের নড়াইলের একটি ধানখেতে বেলা ২টা ৪৪ মিনিটের দিকে অবতরণ করে। পরে খবর পেয়ে বাংলাদেশ বিমানের একটি হেলিকপ্টার এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়। একই সঙ্গে প্রশিক্ষণ বিমানটিও উদ্ধারের প্রক্রিয়া চলছে।’

নড়াইলে ধানখেতে বিমানবাহিনীর জরুরি প্রশিক্ষণ বিমান অবতরণ।এদিকে বিমান অবতরণ করায় এলাকার শত শত উৎসুক জনতা সেখানে ভিড় জমিয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত