Ajker Patrika

গাংনীতে হাত-পা বাঁধা অজ্ঞান অবস্থায় অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তিকে উদ্ধার

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
গাংনীতে হাত-পা বাঁধা অজ্ঞান অবস্থায় অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তিকে উদ্ধার

মেহেরপুরের গাংনীতে হাত-পা বাঁধা অজ্ঞান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে (৪০) উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বামন্দী ইউনিয়নের নিশিপুর মাঠের একটি আম বাগান থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানায়, আজ সকালে নিশিপুর মাঠের একটি আম বাগানে হাত-পা বাঁধা অবস্থায় ওই লোককে দেখে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. শাহ আলমকে খবর দেওয়া হয়। পরে তিনি গিয়ে তাঁকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. শাহ আলম বলেন, ‘বামন্দীর নিশিপুর মাঠের একটি আম বাগানে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন আমাকে খবর দেয়। আমি গিয়ে তাঁকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। পাটের আঁশ দিয়ে তাঁর হাত-পা বাঁধা অজ্ঞান অবস্থায় ছিলেন তিনি।’

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মারুফ আহমেদ বলেন, সকালে একজনকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে আসে স্থানীয় লোকজন। তাঁর এখনো জ্ঞান ফেরেনি। হাসপাতালে চিকিৎসা চলছে।

এ বিষয়ে জানতে চাইলে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, স্থানীয় লোকজন অজ্ঞান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এখনো তাঁর জ্ঞান ফেরেনি। জ্ঞান ফিরলে বিস্তারিত জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত