Ajker Patrika

কুমারখালীতে মাদক মামলায় ৩ জন কারাগারে

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুমারখালীতে মাদক মামলায় ৩ জন কারাগারে

কুষ্টিয়ার কুমারখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলায় ৩ জনকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ বুধবার সকালে আসামিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

আসামিরা হলেন-কুমারখালী পৌরসভার এলংগীপাড়ার মৃত কিয়াম উদ্দিনের ছেলে মতিয়ার রহমান, আজিম ইসলামের ছেলে নাজমুল ইসলাম ও উপজেলার নন্দনালপুর ইউনিয়নের পুটিয়া গ্রামের মৃত কুদ্দুস আলীর ছেলে রবিউল ইসলাম। 

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এলংগীপাড়া এলাকায় থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। অভিযানে আসামি মতিয়ার রহমানের বাড়ির পাশ থেকে ৪৩ লিটার তাড়ি (মাদকদ্রব্য) জব্দ করা হয়। পরে মতিয়ারসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলা নম্বর-২। ওই মামলায় আজ আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

জব্দকৃত মাদকদ্রব্য। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, তালগাছের রসের সঙ্গে ঘুমের ওষুধসহ বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে পচানোর পর মাদকদ্রব্য তাড়ি তৈরি করা হয়। যা সম্পূর্ণ নিষিদ্ধ। আসামিদের তিনজনের নামে থানায় মামলা হয়। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

ওসি আরও বলেন, মাদকের সঙ্গে পুলিশের কোনো আপস নেই। মাদকমুক্ত এলাকা গড়তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত