প্রতিনিধি
মাগুরা: ভারত থেকে যশোরের বেনাপোল বন্দর দিয়ে শনিবার রাতে বাংলাদেশে প্রবেশ করা ৫০ জনকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তাঁদেরকে মাগুরা শহরের কাঁচাবাজার সংলগ্ন ঈগল হোটেল, হোটেল মন্ডল ইন্টারন্যাশনাল, যুব উন্নয়ন অধিদপ্তরের রেস্ট হাউজ ও সৈকত হোটেলে রাখা হয়েছে। জানা গেছে, তাঁরা চিকিৎসার কাজে ভারতে গিয়েছিলেন। তাঁদের কারোর মধ্যেই করোনার উপসর্গ দেখা যায়নি। তবে সবার করোনা পরীক্ষা করা হবে।
ভারত ফেরত ৫০ জন বাংলাদেশি নাগরিক গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে মাগুরায় প্রবেশ করলে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা তাঁদেরকে কোয়ারেন্টাইন সেন্টারে উঠিয়ে দেন। এর আগে স্বাস্থ্য বিভাগের কর্মীরা স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে তাঁদের বিভিন্ন পরামর্শ দেন।
মাগুরা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আবু সাইদ জানান, ভারত ফেরত ওইসব যাত্রীদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলাতে। তাঁরা এখানে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন। এ সময় মাগুরা স্বাস্থ্য বিভাগের কর্মীরা নিয়মিত তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করবেন।
আটককৃতদের নিরাপত্তা বা পালিয়ে যাওয়া নিয়ে শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা ৫০ জনকে চারটি জায়গাতে রাখা হয়েছে। তাঁদের ওপর নজরদারি রয়েছে। যতদিন তাঁরা এখানে থাকবেন ততদিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।
মাগুরা সিভিল সার্জন শহীদুল্লাহ দেওয়ান বলেন, তাঁরা সবাই স্বাস্থ্য পরীক্ষা করার কাগজপত্র দেখিয়েছে। কোয়ারেন্টাইনে থাকা ৫০ জনের মধ্যে দুইজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে অসুস্থতার জন্য।
মাগুরা: ভারত থেকে যশোরের বেনাপোল বন্দর দিয়ে শনিবার রাতে বাংলাদেশে প্রবেশ করা ৫০ জনকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তাঁদেরকে মাগুরা শহরের কাঁচাবাজার সংলগ্ন ঈগল হোটেল, হোটেল মন্ডল ইন্টারন্যাশনাল, যুব উন্নয়ন অধিদপ্তরের রেস্ট হাউজ ও সৈকত হোটেলে রাখা হয়েছে। জানা গেছে, তাঁরা চিকিৎসার কাজে ভারতে গিয়েছিলেন। তাঁদের কারোর মধ্যেই করোনার উপসর্গ দেখা যায়নি। তবে সবার করোনা পরীক্ষা করা হবে।
ভারত ফেরত ৫০ জন বাংলাদেশি নাগরিক গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে মাগুরায় প্রবেশ করলে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা তাঁদেরকে কোয়ারেন্টাইন সেন্টারে উঠিয়ে দেন। এর আগে স্বাস্থ্য বিভাগের কর্মীরা স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে তাঁদের বিভিন্ন পরামর্শ দেন।
মাগুরা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আবু সাইদ জানান, ভারত ফেরত ওইসব যাত্রীদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলাতে। তাঁরা এখানে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন। এ সময় মাগুরা স্বাস্থ্য বিভাগের কর্মীরা নিয়মিত তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করবেন।
আটককৃতদের নিরাপত্তা বা পালিয়ে যাওয়া নিয়ে শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা ৫০ জনকে চারটি জায়গাতে রাখা হয়েছে। তাঁদের ওপর নজরদারি রয়েছে। যতদিন তাঁরা এখানে থাকবেন ততদিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।
মাগুরা সিভিল সার্জন শহীদুল্লাহ দেওয়ান বলেন, তাঁরা সবাই স্বাস্থ্য পরীক্ষা করার কাগজপত্র দেখিয়েছে। কোয়ারেন্টাইনে থাকা ৫০ জনের মধ্যে দুইজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে অসুস্থতার জন্য।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৭ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৭ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৮ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ ঘণ্টা আগে