মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে জিএইচ পাড়দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির দুই ছাত্রের ওপর বহিরাগত কিশোর গ্যাং হামলা করেছে। আজ বুধবার বেলা ১০টার দিকে বিদ্যালয় চলাকালীন শ্রেণিকক্ষে ঢুকে ও দুই ছাত্রকে মারধর করে ৭-৮ জন। হামলার শিকার দুই ছাত্র রিয়াদুজ্জামান ও রাশেদুল ইসলাম।
এদিকে হামলাকারীরা ছাত্রদের মারপিট করে শিক্ষকদের সামনে দিয়ে প্রকাশ্যে বেরিয়ে গেছে। শিক্ষকেরা এ ঘটনার প্রতিবাদ না করায় ক্ষুব্ধ এলাকাবাসী বিদ্যালয়ের চারতলা ভবনের প্রধান ফটকে তালা দেন। এতে ৩ ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়েন ভেতরে থাকা শিক্ষকসহ ছাত্রছাত্রীরা। পরে খবর পেয়ে থানা-পুলিশ ও শ্যামকুড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর হোসেন ঘটনাস্থলে যান। তাঁদের উপস্থিতিতে দুপুর দুটার দিকে তালা খুলে দেওয়া হয়।
পাড়দিয়া এলাকার সাবেক ইউপি সদস্য ইউনুছ আলী বলেন, ‘দুদিন আগে আমাদের পাশের গ্রামের কাশিপুর বাজারে পাড়দিয়া স্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্রের সঙ্গে মোবাইলে গেমসের বাজি খেলে রিয়াদুজ্জামান। বাজিতে রিয়াদুজ্জামান ১০০ টাকা হেরে যায় ওই ছাত্রের কাছে। আজ বুধবার স্কুলে এসে সকালে ওই ছাত্র রিয়াদুজ্জামানের কাছে টাকা চায়। এ নিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা ওই ছাত্র বহিরাগত কিশোর গ্যাংকে খবর দেয়। এরপর বহিরাগত ৭-৮ জন স্কুলে ঢুকে রিয়াদুজ্জামানকে মারপিট করে। এ সময় ঠেকাতে গিয়ে হামলার শিকার হয় ১০ শ্রেণির অপর ছাত্র রাশেদুল ইসলাম।’
ইউনুছ আলী আরও বলেন, ‘হামলাকারী বহিরাগতরা দুই ছাত্রকে মেরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গফুরের সঙ্গে দেখা করে বেরিয়ে যায়। এরপর ছাত্ররা তাদের মারধরের কথা প্রধান শিক্ষককে জানিয়ে বিচার দাবি করে। প্রধান শিক্ষক পরে দেখবেন বলে বিষয়টি উড়িয়ে দেন। প্রধান শিক্ষকের আশ্বাস না পেয়ে রিয়াদুজ্জামান কাঁদতে কাঁদতে বিদ্যালয়ের বাইরে পাড়দিয়া রাজারে আসে। বাজারের লোকজন রিয়াদুজ্জামানের কাছে ঘটনা শুনে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কাছে বিষয়টি নিয়ে কথা বলতে যান। প্রধান শিক্ষক তাঁদের পাত্তা না দেওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী বিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে প্রধান শিক্ষকের বহিষ্কারের দাবিতে অবস্থান নেন।’
মারপিটের শিকার রাশেদুল ইসলাম বলে, ‘আমরা বিদ্যালয়ের সমাবেশ শেষে দোতলায় ক্লাসের জন্য যাওয়ামাত্র ৭-৮ জন এসে আমার বন্ধু রিয়াদুজ্জামানকে মারতে থাকে। আমি ঠেকাতে গেলে ওরা আমাকেও মারে। খেলার ১০০ টাকা নিয়ে এ ঘটনা ঘটেছে।’
পাড়দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গফুর বলেন, ‘মারপিটের ঘটনা আমি প্রথমে জানতে পারিনি। ছাত্ররা এসে অভিযোগ করার পর বিষয়টি জেনেছি। আগে জানলে হামলাকারীদের আটকে রাখতাম।’
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি কামরুজ্জামান বলেন, ‘প্রধান শিক্ষকের ফোন পেয়ে আমি বিদ্যালয়ে এসে ক্ষুব্ধ এলাকাবাসীকে শান্ত করার চেষ্টা করেছি।’
শ্যামকুড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, ‘পাড়দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অনাকাঙ্ক্ষিত ঘটনা জানতে পেরে আমি ঘটনাস্থলে গিয়েছি। ছাত্রদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে প্রধান শিক্ষককে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। এ ঘটনায় প্রধান শিক্ষকের গাফিলতি আছে কিনা তা জানতে আগামী রোববার বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভা ডাকা হয়েছে।’
মনিরামপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা পারভেজ বলেন, ‘খবর পেয়ে দুপুরে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছি। সবকিছু শুনে ছাত্রদের ওপর হামলার ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অভিযোগ দিতে বলে এসেছি।’
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন, ‘পাড়দিয়া বিদ্যালয়ের ঘটনায় লিখিত কোনো অভিযোগ পাইনি। আমরা ঘটনা তদন্ত করছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
যশোরের মনিরামপুরে জিএইচ পাড়দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির দুই ছাত্রের ওপর বহিরাগত কিশোর গ্যাং হামলা করেছে। আজ বুধবার বেলা ১০টার দিকে বিদ্যালয় চলাকালীন শ্রেণিকক্ষে ঢুকে ও দুই ছাত্রকে মারধর করে ৭-৮ জন। হামলার শিকার দুই ছাত্র রিয়াদুজ্জামান ও রাশেদুল ইসলাম।
এদিকে হামলাকারীরা ছাত্রদের মারপিট করে শিক্ষকদের সামনে দিয়ে প্রকাশ্যে বেরিয়ে গেছে। শিক্ষকেরা এ ঘটনার প্রতিবাদ না করায় ক্ষুব্ধ এলাকাবাসী বিদ্যালয়ের চারতলা ভবনের প্রধান ফটকে তালা দেন। এতে ৩ ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়েন ভেতরে থাকা শিক্ষকসহ ছাত্রছাত্রীরা। পরে খবর পেয়ে থানা-পুলিশ ও শ্যামকুড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর হোসেন ঘটনাস্থলে যান। তাঁদের উপস্থিতিতে দুপুর দুটার দিকে তালা খুলে দেওয়া হয়।
পাড়দিয়া এলাকার সাবেক ইউপি সদস্য ইউনুছ আলী বলেন, ‘দুদিন আগে আমাদের পাশের গ্রামের কাশিপুর বাজারে পাড়দিয়া স্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্রের সঙ্গে মোবাইলে গেমসের বাজি খেলে রিয়াদুজ্জামান। বাজিতে রিয়াদুজ্জামান ১০০ টাকা হেরে যায় ওই ছাত্রের কাছে। আজ বুধবার স্কুলে এসে সকালে ওই ছাত্র রিয়াদুজ্জামানের কাছে টাকা চায়। এ নিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা ওই ছাত্র বহিরাগত কিশোর গ্যাংকে খবর দেয়। এরপর বহিরাগত ৭-৮ জন স্কুলে ঢুকে রিয়াদুজ্জামানকে মারপিট করে। এ সময় ঠেকাতে গিয়ে হামলার শিকার হয় ১০ শ্রেণির অপর ছাত্র রাশেদুল ইসলাম।’
ইউনুছ আলী আরও বলেন, ‘হামলাকারী বহিরাগতরা দুই ছাত্রকে মেরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গফুরের সঙ্গে দেখা করে বেরিয়ে যায়। এরপর ছাত্ররা তাদের মারধরের কথা প্রধান শিক্ষককে জানিয়ে বিচার দাবি করে। প্রধান শিক্ষক পরে দেখবেন বলে বিষয়টি উড়িয়ে দেন। প্রধান শিক্ষকের আশ্বাস না পেয়ে রিয়াদুজ্জামান কাঁদতে কাঁদতে বিদ্যালয়ের বাইরে পাড়দিয়া রাজারে আসে। বাজারের লোকজন রিয়াদুজ্জামানের কাছে ঘটনা শুনে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কাছে বিষয়টি নিয়ে কথা বলতে যান। প্রধান শিক্ষক তাঁদের পাত্তা না দেওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী বিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে প্রধান শিক্ষকের বহিষ্কারের দাবিতে অবস্থান নেন।’
মারপিটের শিকার রাশেদুল ইসলাম বলে, ‘আমরা বিদ্যালয়ের সমাবেশ শেষে দোতলায় ক্লাসের জন্য যাওয়ামাত্র ৭-৮ জন এসে আমার বন্ধু রিয়াদুজ্জামানকে মারতে থাকে। আমি ঠেকাতে গেলে ওরা আমাকেও মারে। খেলার ১০০ টাকা নিয়ে এ ঘটনা ঘটেছে।’
পাড়দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গফুর বলেন, ‘মারপিটের ঘটনা আমি প্রথমে জানতে পারিনি। ছাত্ররা এসে অভিযোগ করার পর বিষয়টি জেনেছি। আগে জানলে হামলাকারীদের আটকে রাখতাম।’
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি কামরুজ্জামান বলেন, ‘প্রধান শিক্ষকের ফোন পেয়ে আমি বিদ্যালয়ে এসে ক্ষুব্ধ এলাকাবাসীকে শান্ত করার চেষ্টা করেছি।’
শ্যামকুড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, ‘পাড়দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অনাকাঙ্ক্ষিত ঘটনা জানতে পেরে আমি ঘটনাস্থলে গিয়েছি। ছাত্রদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে প্রধান শিক্ষককে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। এ ঘটনায় প্রধান শিক্ষকের গাফিলতি আছে কিনা তা জানতে আগামী রোববার বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভা ডাকা হয়েছে।’
মনিরামপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা পারভেজ বলেন, ‘খবর পেয়ে দুপুরে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছি। সবকিছু শুনে ছাত্রদের ওপর হামলার ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অভিযোগ দিতে বলে এসেছি।’
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন, ‘পাড়দিয়া বিদ্যালয়ের ঘটনায় লিখিত কোনো অভিযোগ পাইনি। আমরা ঘটনা তদন্ত করছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
একসময় রাজশাহী নগরে পানি সরবরাহের জন্য প্রতিটি পাম্পে একাধিক অপারেটর থাকতে হতো। প্রযুক্তির কল্যাণে এখন পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) কেন্দ্রীয় কার্যালয় থেকেই এই পাম্প নিয়ন্ত্রণ করা হয়। তারপরও পাম্পগুলোয় দুই থেকে তিনজন করে পাম্প অপারেটর রাখা হয়েছে।
৫ ঘণ্টা আগেসিলেটের কানাইঘাটের দরিদ্র পরিবারের সন্তান মো. জাহাঙ্গীর আলম। ২০০৯ সালে যোগ দেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী (ইউএফপিএ) পদে। এরপর ‘জাল-জালিয়াতি, বদলি, নিয়োগ-বাণিজ্যসহ অনিয়ম-দুর্নীতির মাধ্যমে’ ১৭ বছরে তৃতীয় শ্রেণির এই কর্মচারী বাড়ি-গাড়িসহ নামে-বেনামে অঢেল সম্পত্তির মালিক হন।
৬ ঘণ্টা আগেচট্টগ্রামের সরকারি-বেসরকারি হাসপাতালে নারীদের স্বাভাবিক সন্তান প্রসবের প্রবণতা বেড়েছে। গত বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে সিজারিয়ান সেকশন (‘সিজার’ বলে পরিচিত) অস্ত্রোপচারের চেয়ে স্বাভাবিক প্রসব ১ হাজার ৫৫২টি বেশি হয়েছে।
৬ ঘণ্টা আগেপ্রতিবছরের মতো এবারও পবিত্র রমজানের শুরু থেকে দেশের বৃহত্তম ইফতার মাহফিল চলছে সাতক্ষীরার কালীগঞ্জের নলতা আহ্ছানিয়া মিশনে। প্রায় ৮ হাজার মানুষের ইফতার মাহফিল যেন মিলনমেলায় পরিণত হয়েছে।
৬ ঘণ্টা আগে