Ajker Patrika

সীমান্ত পেরিয়ে নদী সাঁতরে প্রেম-বিয়ে, পাসপোর্ট না থাকায় যেতে পারেন না বাড়ি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
সীমান্ত পেরিয়ে নদী সাঁতরে প্রেম-বিয়ে, পাসপোর্ট না থাকায় যেতে পারেন না বাড়ি

ভারতের নদিয়া জেলার চরমেঘনা এলাকার মেয়ে সঞ্জনা (২৩) ও বাংলাদেশের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্ত এলাকার ছেলে লাভলু হোসেন (২৫)। ২০১৯ সালে দুই দেশের সীমানা লাগোয়া পদ্মার শাখা নদীতে (মাথাভাঙা) গোসল করতে গিয়ে পরিচয় হয় তাঁদের। তারপর গড়ে ওঠে প্রেম। তিন মাসের প্রেম নানা বাধা ঠেলে রূপ নেয় বিয়েতে। দুই সন্তান নিয়ে এখন তাঁদের সুখের সংসার।

এলাকাবাসী ও লাভলুর পরিবার সূত্রে জানা গেছে, হিন্দু পরিবারের সদস্য সঞ্জনার বাবা প্রথমে এই সম্পর্ক কোনোভাবেই মেনে নিতে রাজি হননি। একপর্যায়ে সঞ্জনা এই দেশে চলে এসে ইসলাম ধর্ম গ্রহণ করার পর তাঁদের বিয়ে হয়।

লাভলু বলেন, ইসলাম ধর্ম গ্রহণের পর সঞ্জনার নাম রাখা হয় ফাতেমা খাতুন। আমাদের বিয়ে হলেও সঞ্জনার পরিবার প্রথমে তা মেনে নেয়নি। পরে মেনে নিলেও পাসপোর্ট না থাকায় সঞ্জনা তার বাবার বাড়ি যেতে পারে না। তবে তার নাগরিকত্ব জটিলতা প্রায় কেটে গেছে। আশা করি, কিছুদিনের মধ্যে তার পাসপোর্ট করা সম্ভব হবে।’

এ বিষয়ে সঞ্জনা বলেন, ‘পাঁচ বছর আগে নদীর ঘাটে প্রেমের সম্পর্ক তৈরি হয় আমাদের। তখন দশম শ্রেণিতে পড়ি। একদিন স্কুল ফাঁকি দিয়ে বন্যার সময় ভরা নদী সাঁতরে চলে আসি লাভলুর বাড়িতে। পরে আইনি সব জটিলতা সামলে বিয়ে হয় আমাদের। সংসারে জন্ম নেওয়া ছেলে-মেয়ে নিয়ে আমরা সুখে আছি।’

পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ফাতেমা। ছবি: আজকের পত্রিকালাভলুর বাবা ইদ্রিস আলি বলেন, ‘সব বাধা পেরিয়ে ছেলের ভালোবাসাকে প্রাধান্য দিয়েছি। আমি সঞ্জনাকে নিজের মেয়ের মতো করেই দেখি। ভালোভাবে তারা সংসার করছে। তারা ভালো আছে।’

স্থানীয় প্রাগপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, ‘শুরুতে আইনি জটিলতা ছিল। পরে তা ঠিক হয়েছে। তারা এখন সুখে সংসার করছে। আমরাও সামাজিকভাবে তাদের মর্যাদা দিয়েছি। তাদের বিপদ আপদে আমরা সব সময় পাশে আছি।’

এ বিষয়ে জানতে চাইলে দৌলতপুর কলেজের বাংলা বিভাগের শিক্ষক ও উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সরকার আমিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রেম এমন এক জিনিস যা পরিবার, ধর্ম, কাঁটাতারের বেড়া কোনো বাধাই মানে না। তাঁদের ক্ষেত্রেও তা-ই হয়েছে। শত বাধা উপেক্ষা করে তাঁদের প্রেম বিয়েতে রূপ নিয়েছে। জয় হোক সব ভালোবাসার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত